

৩৮০০-র বেশি হৃদরোগে আক্রান্ত শিশুর অস্ত্রোপচারের জন্য আর্থিক সাহায্য করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছল। মানবিক কাজে নজির গড়লেন তিনি।
গান গেয়ে উপার্জন করা অর্থ দিয়ে হৃদরোগে আক্রান্ত শিশুদের সাহায্য করেন পলক মুচ্ছল। তাঁর পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে, তিনি ভারত এবং তার বাইরে ৩,৮০০ টিরও বেশি শিশুর হার্টের অস্ত্রোপচার করিয়েছেন। তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাশাপাশি লিমকা বুক অফ রেকর্ডসেও উঠেছে।
২০০৬ সালে মাত্র ১৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য 'পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন' স্থাপন করেন তিনি। একটি খবর দেখে তিনি এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। সেই প্রতিবেদনে এক ছোটো ছেলের অর্থের অভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর ছিল। ওই ছেলেটির পরিবারের সামর্থ্য ছিল না টাকা খরচ করে অস্ত্রোপচার করার। পলকের ফাউন্ডেশনটি হৃদরোগ ও অন্যান্য চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে, সেইসাথে দুঃস্থদের শিক্ষা ও পুনর্বাসন পরিষেবাও প্রদান করে।
১৯৯২ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন পলক। 'মেরি আশিকি', 'কৌন তুঝে' এবং 'প্রেম রতন ধন পায়ো', 'নাইয়ো লাগদা', 'হুয়া হ্যায় আজ পেহলি বার' এবং 'ধোখা ধাদি'-এর মতো জনপ্রিয় গানগুলি গেয়েছেন তিনি। পেশাদার প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে ২০১১ সালে বলিউডে পা রাখেন পলক। হিন্দি, ওড়িয়া, অসমিয়া, রাজস্থানি, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি, তেলেগু, তামিল, মালয়ালাম সহ মোট ১৭টি ভাষায় বহু গান গেয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন