নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন - সমকামিতা নিয়ে মন্তব্য করে নেটিজেনদের রোষানলে বিবেক অগ্নিহোত্রী

মিঃ অগ্নিহোত্রী বলছেন, "আমি ভোপালে বড় হয়েছি কিন্তু আমি ভোপালী নই। কারণ ভোপালী শব্দের মানে অন্য। যদি কেউ বলে যে সে ভোপালী তার মানে সে সমকামী। আপনি যেকোনো ভোপালীকে জিজ্ঞেস করে দেখতে পারেন।"
বিবেক অগ্নিহোত্রী
বিবেক অগ্নিহোত্রীফাইল চিত্র

সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রি। একটি সাক্ষাৎকারে 'ভোপালি শব্দের অর্থ সমকামী' বলে মন্তব্য করেছেন বিবেক অগ্নিহোত্রি। ভোপালকে 'অপমান' করার জন্য পরিচালককে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে কংগ্রেস।

শুক্রবার একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য ভোপাল আসেন পরিচালক। তখনই তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। তিন সপ্তাহের পুরনো ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে মিঃ অগ্নিহোত্রী হিন্দিতে বলছেন, "আমি ভোপালে বড় হয়েছি কিন্তু আমি ভোপালী নই। কারণ ভোপালী শব্দের মানে অন্য। যদি কেউ বলে যে সে ভোপালী তার মানে সে সমকামী। আপনি যেকোনো ভোপালীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এর ব্যাখ্যা দেব আপনাকে।"

অগ্নিহোত্রীর এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন ভোপালবাসীরা। পাশাপাশি আমজনতাও পরিচালকের এই মন্তব্যের সমালোচনা করেছেন। যারা আপত্তি জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। টুইটারে তিনি লেখেন, "বিবেক অগ্নিহোত্রীজী, এটি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে। একজন সাধারন ভোপাল বাসিন্দার অভিজ্ঞতা নয়। আমি ১৯৭৭ সাল থেকে ভোপাল এবং ভোপালবাসীদের সাথে যুক্ত। কিন্তু আমার অভিজ্ঞতা এমন নয়। 'মেলামেশার প্রভাব পড়বেই', আপনি যেখানেই থাকুন না কেন।"

এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ট্রোলড হয়েছেন মিস্টার অগ্নিহোত্রী। ভোপালবাসীরা স্পষ্ট জানিয়েছেন এইধরনের মন্তব্য করে পরিচালক নিজের নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি সি শর্মা, অগ্নিহোত্রিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেছেন, রাজা ভোজের সংস্কৃতিক ঐতিহ্য, ভারত ভবন এবং শিল্পকলার জন্য ভোপাল পরিচিত। সেই ভোপালের জনগণকে নিয়ে এই মন্তব্য করে অপরাধ করেছেন উনি।

মধ্যপ্রদেশ কংগ্রেসের মিডিয়া ইনচার্জকে কে কে মিশ্র রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রকে মিস্টার অগ্নিহোত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিবেক অগ্নিহোত্রী
'কাশ্মীর ফাইলস'-এ যাঁরা ছিন্নমূল হওয়ার যন্ত্রনা দেখেছেন, তাঁরা নিশ্চয় NRC বা CAA-র বিরোধিতা করবেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in