'কাশ্মীর ফাইলস'-এ যাঁরা ছিন্নমূল হওয়ার যন্ত্রনা দেখেছেন, তাঁরা নিশ্চয় NRC বা CAA-র বিরোধিতা করবেন

কমলেশ্বরের প্রশ্ন - যাঁরা হিন্দু কাশ্মীরী পণ্ডিতদের উচ্ছেদ নিয়ে এত কথা বলছেন তাঁরা কীভাবে এনআরসিসিএ বিল আনতে পারছেন! অথবা সমর্থন করছেন?
কমলেশ্বর মুখোপাধ্যায়
কমলেশ্বর মুখোপাধ্যায় ফাইল চিত্র

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। লোকের মুখে মুখে ঘুরছে। এই ছবির সমর্থনে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এই ছবি করমুক্ত ঘোষণা হয়েছে, যাতে টিকিটের দাম কম হয়, বেশি সংখ্যক মানুষ সিনেমাটি দেখতে পারেন।

একদিকে বিতর্কের আঁচ ছড়াচ্ছে, অন্যদিকে ছবিটি বক্সুফিসে লম্বা দৌড় শুরু করেছে । অনুপম খেরের মতে, ১৯৯০ সালে কাশ্মীরী পণ্ডিতদের ভিটেমাটি ছাড়ার ঘটনার প্রতিবাদ হল শেষপর্যন্ত। অনেকেই আবার সূক্ষ্ম রাজনীতি বা ধর্মীয় ভেদাভেদ খুঁজে পাচ্ছেন।

ছবিটি কি আদৌ এত চর্চার যোগ্য? 'মেঘে ঢাকা তারা'-র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ‘আমি চাই, বিবেক এই ধরনের আরও ছবি বানান। আগামী বিষয় হোক উন্নাও বা হাথরসের ঘটনা।’

কমলেশ্বরের মতে, কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের উচ্ছেদের নির্দেশ জেকেএলএফের সঙ্গে লড়াইয়ের ফলাফল। তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহকে সমর্থন করত বিজেপি। তখন কি বিশ্বনাথ সরকার আদৌ এই বিষয়ে পদক্ষেপ করেছিলেন? সেই অতীত টেনে, ইতিহাস বিকৃত করে (অনেকের দাবি), সামাজিক বিদ্বেষের আবহে এই ছবি তৈরির আসল কারণ রাজনীতি নয়তো?

কমলেশ্বরের প্রশ্ন - যাঁরা হিন্দু কাশ্মীরী পণ্ডিতদের উচ্ছেদ নিয়ে এত কথা বলছেন তাঁরা কীভাবে এনআরসিসিএ বিল আনতে পারছেন! অথবা সমর্থন করছেন? তিনি ফেসবুকে লিখেছেন - "উদ্বাস্তু আন্দোলনের চালিকাশক্তি ছিলেন বামেরা। যাঁরা আজ 'কাশ্মীর ফাইলস' ছবিটা দেখে ছিন্নমূল হওয়া মানুষের যন্ত্রনার কথা বুঝতে পারছেন - তাঁরা নিশ্চয়ই সংসদে তাঁদেরই প্রণয়ন করা NRC বা CAA'র বিরোধিতা করবেন এবার।"

কমলেশ্বর মুখোপাধ্যায়
কাশ্মীর ফাইলস-র মতো লখিমপুর খেরির ঘটনা নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে - অখিলেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in