

আরিয়ান খান মাদক মামলার সমস্ত রকম তদন্ত থেকে সরানো হলো এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে। এনসিবির সাউথ-ওয়েস্টার্ন রিজিওনের ডেপুটি ডিজি মুথা অশোক জৈন এএনআই-কে একথা জানিয়েছেন। বলিউড স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্তি দেওয়ার জন্য ৮ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সিনিয়র পুলিশ অফিসার সঞ্জয় সিংয়ের নেতৃত্বে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবার আরিয়ান খান মাদক মামলার তদন্ত করবে। শুধু তাই নয় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাইয়ের মামলা সহ আরও যে পাঁচটি মামলার দায়িত্বে ছিলেন ওয়াংখেড়ে, সেগুলোর তদন্তও এবার সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন সিট করবে।
আরিয়ান খানকে গ্রেফতার করার ওপর থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। পাশাপাশি মাদক মামলায় এনসিবি-র এক সাক্ষী, প্রভাকর সেইল আদালতে এক হলফনামায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ জানিয়েছেন। এরপরই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় এনসিবি। সংস্থার ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিংয়ের নেতৃত্বে সেই তদন্ত এখনও চলছে। এবার আরিয়ান খান মামলার তদন্ত থেকেও সরিয়ে দেওয়া হলো ওয়াংখেড়েকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন