'এই মুহূর্তে সবচেয়ে দূষিত জল মহাকুম্ভে... দেহগুলি নদীর জলে ফেলা হয়েছে' - বিস্ফোরক জয়া বচ্চন

People's Reporter: যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে জয়া বচ্চনের দাবি, মৃতদেহগুলির কোনও ময়নাতদন্ত হয়নি।
জয়া বচ্চন
জয়া বচ্চন ছবি - সংগৃহীত
Published on

‘এই মুহুর্তে সবচেয়ে দূষিত জল রয়েছে মহাকুম্ভে’। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও করেন তারকা-সাংসদ। সাধারণ পুণ্যার্থীদের গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার সংসদের সামনে সাংবাদিকদের জয়া বচ্চন বলেন, “কোথাকার জল এখন সবচেয়ে দূষিত জানেন? কুম্ভে। মৃত দেহগুলি (পদপিষ্টে যাঁরা নিহত হয়েছেন) নদীর জলে ফেলা হয়েছে। তার জন্যই জল দূষিত হয়েছে। আসল বিষয়গুলি নিয়ে কথা বলা হচ্ছে না। সাধারণ মানুষ কুম্ভে যাচ্ছেন, কিন্তু তাঁরা বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাঁদের জন্য কোনও ব্যবস্থা নেই”।

এরপরেই উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে জয়া বচ্চনের আরও দাবি, মৃতদেহগুলির কোনও ময়নাতদন্ত হয়নি। এটা সম্পূর্ণ ‘আই ওয়াশ’ ছিল। তারকা-সাংসদের দাবি, “এই দূষিত জলই এখন সেখানকার মানুষরা ব্যবহার করছেন। তারা (বিজেপি নেতৃত্বাধীন সরকার) এ বিষয়ে কোনও ব্যাখ্যা দিচ্ছে না এবং সম্পূর্ণ আই ওয়াশ করা হচ্ছে”।

পাশাপাশি, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বিরুদ্ধে তোপ দেগে জয়া বলেন, “তাঁরা জল ও জলশক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছেন। তাঁরা দাবি করছেন, কোটি কোটি মানুষ ওই সময় পুণ্য স্নান করেছেন। কোনও নির্দিষ্ট স্থানে একই সময়ে কিভাবে এত বিপুল সংখ্যক লোক জড়ো হতে পারে?”

উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের অভিযোগ, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃতের প্রকৃত সংখ্যা ‘আড়াল’ করছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি এই নিয়ে সংসদও উত্তাল।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ভয়াবহ ঘটনা ঘটে। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ‘শাহী স্নান’ করতে সেদিন বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ত্রিবেণী সঙ্গম ঘাটে। সেখানেই অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি সূত্র অনুযায়ী, এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৬০। নিখোঁজ বহু। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক।

জয়া বচ্চন
Maha Kumbh 2025: ১৯৬৫ সালের রোলস রয়েস থেকে শুরু করে অডি - মহাকুম্ভে সাধুদের বিলাসবহুল গাড়ির মেলা
জয়া বচ্চন
Mahakumbh: ‘শাহী স্নান’ করতে গিয়ে হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু, আহত বহু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in