Kerala Polls: পিনারাইয়ের চরিত্রে কমল হাসান? কেরালায় ভোটের আগেই দুই মুখ্যমন্ত্রীর বায়োপিক নিয়ে গুঞ্জন

People's Reporter: ২০২৬ সালের নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির জীবনের ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি মালয়ালম ছবি।
ওমেন চান্ডি, পিনারাই বিজয়ন (বাঁদিক থেকে)
ওমেন চান্ডি, পিনারাই বিজয়ন (বাঁদিক থেকে)ছবি - সংগৃহীত
Published on

কেরালা বিধানসভা ভোটের আগেই রাজনীতির আঙিনায় ঢুকে পড়লো চলচ্চিত্র। ২০২৬ সালের নির্বাচনের আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির (Oman Chandi) জীবনের ওপর ভিত্তি করে (Biopic) তৈরি হতে চলেছে একটি মালয়ালম ছবি। এমনই খবর বলিউড ও মলিউড সংবাদমাধ্যমগুলির।

প্রতিবেদন অনুযায়ী, বর্ষীয়ান অভিনেতা বালচন্দ্র মেনন এই ছবিতে ওমেন চান্ডির ভূমিকায় অভিনয় করতে পারেন। অন্যদিকে, তাঁর ছেলে ও বর্তমানে পুথুপল্লি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক চান্ডি ওমেনের (Chandi Oman) চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় তারকা নিভিন পলিকে।

চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বি. উন্নিকৃষ্ণন, যিনি সম্প্রতি মামুত্তির সঙ্গে ‘ক্রিস্টোফার’ সিনেমা করেছিলেন। যদিও সূত্রের দাবি, এই নতুন চলচ্চিত্র সরাসরি ওমেন চান্ডির জীবনীচিত্র নয়, বরং তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির ওপর এই চলচ্চিত্রে আলোকপাত করা হবে।

ছবিতে স্থান পেতে পারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলা একাধিক দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও। জানা গিয়েছে, ২০১৩ সালে সিপিআই(এম)-নেতৃত্বাধীন এলডিএফ কর্মীদের সচিবালয় অবরোধ আন্দোলনের দৃশ্যও এতে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেই বছর আগস্টে সৌর কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে কেরালা সচিবালয় ঘেরাও হয়। ওমেন চান্ডি ক্ষমতায় থাকাকালীন সময়ে এটি একটি বড় রাজনৈতিক বিতর্ক ছিল।

উল্লেখ্য, কেরালার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ওমেন চান্ডি। ২০২৩ সালে তাঁর মৃত্যুর পর ছেলে চান্ডি ওমেন পুথুপল্লি আসনে জয়ী হয়ে রাজনীতিতে বাবার উত্তরাধিকার বহন করছেন।

অন্যদিকে, দক্ষিণী চলচ্চিত্র জগতে সমান আগ্রহ তৈরি করেছে আরেকটি সম্ভাব্য রাজনৈতিক জীবনীচিত্র। রাজ্যসভা সাংসদ ও অভিনেতা কমল হাসান (Kamal Haasan) নাকি কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর (Pinarayi Vijayan) জীবনের ওপর ভিত্তি করে তৈরি এক ছবিতে অভিনয়ের কথা ভাবছেন।

এক সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে দেখানো হতে পারে ২০১৮ সালের বিধ্বংসী বন্যা ও করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের ভূমিকা। পাশাপাশি, ১৯৭১ সালের থালাসেরি দাঙ্গার সময় তরুণ পিনারাইয়ের রাজনৈতিক সক্রিয়তাও উঠে আসতে পারে পর্দায়।

তবে এখনই নিশ্চিতভাবে জানা যায়নি, পিনারাই বিজয়নের চরিত্রে কমল হাসান নিজেই অভিনয় করবেন, নাকি অন্য কেউ অভিনয় করবেন। অনুমান করা হচ্ছে, এই সিনেমাটিও ভোটের আগেই মুক্তি পেতে পারে।

ওমেন চান্ডি, পিনারাই বিজয়ন (বাঁদিক থেকে)
Jawed Habib: কোটি কোটি টাকার প্রতারণার মামলায় নাম জড়াল জাভেদ হাবিবের! লুকআউট নোটিশ জারি
ওমেন চান্ডি, পিনারাই বিজয়ন (বাঁদিক থেকে)
মাত্র ৫০ টাকার ব্যবসা হয়েছে, মানালিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে নিজের ক্ষতি তুলে ধরলেন কঙ্গনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in