এবার কর্ণী সেনার রোষের মুখে অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' - নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা

অভিযোগ করা হয়েছে যে, হিন্দু সম্রাট পৃথ্বীরাজকে নিয়ে একটি ‘ভুল’ এবং ‘অশ্লীল’ ছবি উপস্থাপন করা হয়েছে। এটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায় যে এটি বিতর্কিত।
পৃথ্বীরাজ ছবির পোষ্টার
পৃথ্বীরাজ ছবির পোষ্টার
Published on

এবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্ণী সেনার রোষের মুখে বলিউড স্টার অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ সিনেমা। বৃহস্পতিবার ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করেছে, সেন্সর বোর্ড ‘পৃথ্বীরাজ’ সিনেমার মুক্তির জন্য সার্টিফিকেট দিয়েছে কি না!

কর্ণী সেনার সহ-সভাপতি সঙ্গীতা সিং সিনেমাটির বিরুদ্ধে আদালতে গিয়েছেন। বিচারপতি এ.আর. মাসুদি এবং বিচারপতি এন.কে. জৌহরিকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছেন ২১ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। পিটিশনে সিনেমাটির মুক্তির উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

অভিযোগ করা হয়েছে যে, হিন্দু সম্রাট পৃথ্বীরাজকে নিয়ে একটি ‘ভুল’ এবং ‘অশ্লীল’ ছবি উপস্থাপন করা হয়েছে। এটি হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছে। আবেদনকারীর বক্তব্য, সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায় যে এটি বিতর্কিত। প্রসঙ্গত, ‘পৃথ্বীরাজ’ বলিউড স্টার অক্ষয় কুমার অভিনীত একটি হিন্দি ছবি। এই সিনেমায় অক্ষয় কুমার, সঞ্জয় দত্তের সঙ্গেই অভিনয় করছেন মানুষী চিল্লার। তিনি এই প্রথম বলিউডে অভিনেত্রী হিসেবে পা রাখছেন।

এর আগে কর্ণী সেনা সিনেমার নাম বদলানোর দাবি তুলেছিল। কারণ, দেশের শেষ হিন্দু সম্রাট ‘পৃথ্বীরাজ চৌহানের’ বায়োপিকের নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখা উচিত হয়নি। এতে রাজপুত কিংবা ক্ষত্রিয় সমাজের ভাবনায় আঘাত লাগতে পারে।

এই নিয়ে দ্বিতীয়বার কোনো ছবি মুক্তির বিরোধিতা করছে কর্ণী সেনা। ২০১৭ সালে, সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধেও কর্ণী সেনা জোরদার আন্দোলন করেছিল। রাজপুত নারীদের অপমান করা হচ্ছে অভিযোগ আনা হয়েছিল। করণী সেনাদের আন্দোলন একসময়ে হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যায়। অবশেষে পদ্মাবতী নাম বদলে করা হয় ‘পদ্মাবত’।

পৃথ্বীরাজ ছবির পোষ্টার
এবার কর্ণী সেনার তোপের মুখে অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ - নাম বদলের দাবি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in