এবার কর্ণী সেনার তোপের মুখে অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ - নাম বদলের দাবি

এই সংগঠন এর আগে বলিউডের ডাকসাইটে পরিচালক সঞ্জয়লীলা বনশালির ওপরেও খড়গহস্ত হয়েছিল। সেবার অভিযোগ ছিল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর অভিনীত পদ্মাবত ছবি মুক্তির আগে বনশালিকে খুবই নাজেহাল করে তোলে।
এবার কর্ণী সেনার তোপের মুখে অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ - নাম বদলের দাবি
পৃথ্বীরাজ ছবির পোষ্টার

ফের কর্ণী সেনাদের তোপের মুখে বলিউড। এবার তাদের নিশানায় বলিউডের অন্যতম বিগ বাজেট সিনেমা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘পৃথ্বীরাজ’।

প্রসঙ্গত, এই হিন্দু সেনা সংগঠন এর আগে বলিউডের ডাকসাইটে পরিচালক সঞ্জয়লীলা বনশালির ওপরেও খড়গহস্ত হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর অভিনীত পদ্মাবত ছবি মুক্তির আগে বনশালিকে খুবই নাজেহাল করে তোলে। এবার তারাই আপত্তি জানাল চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’ নিয়ে।

কর্ণী সেনার সোজাসাপটা মন্তব্য, অক্ষয় কুমার নয়, তাদের সমস্যা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসকে নিয়ে। অবিলম্বে সিনেমার নাম বদলাতে হবে। কারণ, দেশের শেষ হিন্দু সম্রাট ‘পৃথ্বীরাজ চৌহানের’ বায়োপিকের নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখা উচিত হয়নি। এতে রাজপুত কিংবা ক্ষত্রিয় সমাজের ভাবনায় আঘাত লাগতে পারে। এটা প্রযোজক আদিত্য চোপড়ার মাথায় রাখা উচিত ছিল।

পাশাপাশেই সিনেমার নাম পরিবর্তন না করলে দেশের ক্ষত্রিয় সমাজ পথে নামবে। প্রাণহানি হলে তার দায় যশরাজ ফিল্মসের ওপরই বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

কর্ণী সেনা সংগঠন প্রধান সুরজিৎ সিং রাঠোরের দাবি, সিনেমার নাম রাখতে হবে ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ’। যদিও এই প্রসঙ্গে ছবি নির্মাতা বা অক্ষয় কুমার কারওরই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই সিনেমায় অক্ষয় কুমার, সঞ্জয় দত্তের সঙ্গেই অভিনয় করছেন মানুষী চিল্লার। তিনি এই প্রথম বলিউডে অভিনেত্রী হিসেবে পা রাখছেন।

এর আগে ২০১৬ সালে সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত নিয়ে একই রকম বিক্ষোভ দেখিয়েছিলো কর্ণী সেনা। সেবার একাধিক রাজ্যে বিক্ষোভের পাশাপাশি দীপিকা পাডুকোন এবং সঞ্জয় লীলা বনশালীকে খুনের হুমকিও দেওয়া হয়। যদিও সিনেমা মুক্তির পর নিজেদের ভুল স্বীকার করে আন্দোলন থেকে সরে আসে সেনা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in