Kamal Hassan: সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি, রাজ্যসভার সাংসদ হিসেবে তামিল ভাষায় শপথবাক্য পাঠ কমল হাসানের

People's Reporter: ২০২৪ লোকসভা নির্বাচনের সময় ডিএমকে-কে সমর্থন করেছিল কমল হাসানের মাক্কাল নিধি মায়াম। সেই সময়ই তাঁকে সংসদের উচ্চকক্ষের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
রাজ্যসভায় শপথবাক্য পাঠ করছেন কমল হাসান
রাজ্যসভায় শপথবাক্য পাঠ করছেন কমল হাসান ছবি - সংগৃহীত
Published on

রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি হল দক্ষিণী তারকা তথা মাক্কাল নিধি মায়াম (MNM) দলের প্রধান কমল হাসানের (Kamal Hassan)। শুক্রবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। এদিন রাজ্যসভায় তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন এমএনএম-এর প্রতিষ্ঠাতা।

শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে কমল হাসান বলেন, "আমি আজ দিল্লিতে শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমার নাম সংসদে নিবন্ধন করতে যাচ্ছি। একজন ভারতীয় হিসেবে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব পালন করতে যাচ্ছি"।

শপথ গ্রহণের আগে এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় কমল হাসান জানিয়েছিলেন, "আমি সম্মানিত বোধ করছি। আমি জানি আমাকে অনেক কিছু করতে হবে। আমার কাছ থেকে কিছু আশা করা হচ্ছে - আমি আশা করি আমি সেই প্রত্যাশা পূরণ করতে পারব। আমি সৎ, আন্তরিক এবং তামিলনাড়ু ও ভারতের পক্ষে কথা বলার জন্য যথাসাধ্য চেষ্টা করব"।

২০২৪ লোকসভা নির্বাচনের সময় তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-কে সমর্থন করেছিল কমল হাসানের মাক্কাল নিধি মায়াম বা এমএনএম (MNM)। সেই সময়ই কমল হাসানকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

সম্প্রতি তামিলনাড়ু থেকে রাজ্যসভায় ৬টি আসন ফাঁকা হয়। তারই একটি আসনে কমল হাসানকে প্রার্থী করে ডিএমকে। ১২ জুন ডিএমকে নেতৃত্বাধীন জোটের সমর্থনে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কমল হাসান।

প্রসঙ্গত, ২০১৮ সালে ডিএমকে এবং এআইএডিএমকে-এর বিকল্প হিসেবে এমএনএম গঠন করেছিলেন হাসান। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি এমএনএম। ডিএমকে তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিল কমল হাসানের দল। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে রাজনৈতিক স্বার্থের থেকে জাতীয় স্বার্থ সবার আগে। জানা যায়, সেই সময়ই নাকি কমলকে সংসদের উচ্চকক্ষের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মনে করা হচ্ছে ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে-র জোটের অংশ হিসেবে কমল হাসানের এমএনএম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

রাজ্যসভায় শপথবাক্য পাঠ করছেন কমল হাসান
PM Modi: ৩ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ ২৯৫ কোটি টাকা! রাজ্যসভায় জানালো মন্ত্রক
রাজ্যসভায় শপথবাক্য পাঠ করছেন কমল হাসান
Rajasthan: স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ, মৃত ৬ পড়ুয়া, আহত ১৫, অনেকের অবস্থা গুরুতর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in