
ইঙ্গিত মিলেছিল বুধবারই। বৃহস্পতিবার ঘোষণা করা হল এবার রাজ্যসভায় যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। শাসক দল ডিএমকে-র সমর্থনে তামিলনাড়ু রাজ্যসভা থেকে প্রার্থী হতে চলেছেন ‘মক্কাল নিধি মইয়াম’ (এমএনএম) –এর প্রধান।
অন্যদিকে, এই ঘোষণার পর আজ কমল হাসানের চেন্নাইয়ের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে অভিনেতাকে অভিনন্দন জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে উদয়নিধি লেখেন, “মক্কাল নিধি মইয়াম –এর নেতা কমল হাসান স্যারের সঙ্গে আজ তাঁর বাসভবনে দেখা করলাম। আমাদের স্বাগত জানানোর জন্য স্যারের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।''
বুধবার রাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পিকে শেখর কমল হাসানের বাড়িতে বৈঠক করেন। আলোচনার পর তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘‘আমি কমল হাসনকে জানিয়েছি, আমাদের নেতা স্ট্যালিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করা হবে”। এর পরেই ইঙ্গিত মিলেছিল রাজ্যসভায় যেতে চলেছেন কমল হাসান।
জানা যাচ্ছে, জুন মাসে তামিলনাড়ুর ছ’টি রাজ্যসভার আসন খালি হবে। জুলাইতে ওই আসনগুলিতে নির্বাচন। ডিএমকে সূত্রে খবর, তারই একটিতে কমল হাসানকে প্রার্থী করা হবে। এমএনএমের কোনও বিধায়ক না থাকলেও ডিএমকের সমর্থন পেলে রাজ্যসভায় কমলের জয় কার্যত নিশ্চিত।
২০২৪ সালে লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ টি আসনে একটিতেও প্রার্থী দেয়নি এমএনএম। ডিএমকে তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিল কমল হাসানের দল। জানা যায়, সেই সময়ই নাকি কমলকে সংসদের উচ্চকক্ষের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। গত বছরের ৯ মার্চ কমল হাসান ডিএমকে-র দফতর আন্না আরিভালায়ম পরিদর্শন করেন। যেখানে তিনি ডিএমকে সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সাথে এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেন।
২০১৮ সালে সক্রিয় ভাবে রাজনীতিতে পা রেখেছিলেন কমল হাসান। সেই সময় ডিএমকে, বিজেপি, কংগ্রেসের চিরাচরিত রাজনীতির বিরোধিতা করে নিজের দল এমএনএম প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালের নির্বাচনে তেমন ভাবে সাফল্য পায়নি কমলের দল। এরপর ২০২১ সালের বিধানসভায় নিজে কোয়েম্বাটুর থেকে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। ২০২২ সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেন তিনি। এরপর বিরোধী 'ইন্ডিয়া' জোট গঠন হলে তার শরিক হয় তাঁর দল এমএনএম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন