
"এটা ভয়ঙ্কর!" ‘ছাভা’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো 'তথাকথিত জাতীয়তাবাদী' ছবি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনি কখনও এমন ধরণের ছবি করবেন না বলেও স্পষ্ট জানালেন।
জন আব্রাহাম এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘তেহরান’–এর প্রচারে। আগামী ১৪ আগস্ট ZEE 5-এ মুক্তি পাবে ছবিটি। ২০১২ সালে দিল্লিতে ইজরায়েলি কূটনীতিকদের ওপর সন্ত্রাসী হামলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি। এখানে জন অভিনয় করেছেন সিপি রাজীব কুমার–এর ভূমিকায়, যিনি আন্তর্জাতিক সন্ত্রাসের জাল ভেদ করে অপরাধীদের ধরার মিশনে নেমেছেন।
সম্প্রতি ভিকি কৌশলের 'ছাভা' এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মতো উগ্র জাতীয়তাবাদী ছবিগুলি বক্স অফিসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। ‘তেহরান’–এর প্রচারের অংশ হিসেবে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ছবিগুলি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আমাদের দেশে সেন্সরশিপ প্রয়োজন, কিন্তু যেভাবে সেটি করা হচ্ছে... তা নিয়ে প্রশ্ন আছে! তারা আমাদের সাথে ভাল আচরণই করে, কিন্তু আমি যেভাবে আমার ছবি তৈরি করেছি তার জন্যও আমি দায়ী।"
জনের কথায়, "আমি ডানপন্থী বা বামপন্থী নই। আমি অরাজনৈতিক। ডানপন্থী ধাঁচের ছবি অনেক বেশি দর্শক পায়। কিন্তু একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে যখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে কোন লাইনে যাব - বাণিজ্যিক লাইন নাকি আমি যা বলতে চাই তার প্রতি সত্য থাকব? আমি অবশ্যই দ্বিতীয়টি বেছে নেব।"
এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘ছাভা’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর মতো ছবি তিনি কি বানাতে চাইবেন? তার জবাবে অভিনেতা বলেন, "আমি এই দুটি ছবি দেখিনি, কিন্তু জানি মানুষ এগুলো পছন্দ করেছে। তবে যখন কোনও ছবি অতিরিক্ত রাজনৈতিক আবহে মানুষকে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি করা হয় এবং প্রচুর দর্শক পায়, সেটা আমার ভয়ঙ্কর মনে হয়। আপনার প্রশ্নের জবাব - না, আমি এমন ছবি বানাতে কখনও রাজি হইনি, আর হবও না"।
উদ্দেশ্য, ভিকি কৌশল অভিনীত 'ছাভা' মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করা মারাঠা শাসক সম্ভাজি মহারাজের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঐতিহাসিক তথ্য বিকৃত করার জন্য ব্যাপক সমালোচিতও হয়েছে ছবিটি। অন্যদিকে, 'দ্য কাশ্মীর ফাইলস' পণ্ডিতদের দেশত্যাগের উপর আলোকপাত করে। জাতীয় সংহতির উপর সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কারও জিতেছে ছবিটি। তবে এই ছবি নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছে।
জন আব্রাহামের আসন্ন 'তেহরান' ছবিটি পরিচালনা করেছেন অরুণ গোপালন এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন, শোভনা যাদব, বিপিন অগ্নিহোত্রী এবং সন্দীপ লেজেল। জনের পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে নীরু বাজওয়া এবং মানুষী ছিল্লারকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন