Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক প্রতারণায় জড়িত! দিল্লি হাইকোর্টে খারিজ জ্যাকলিনের আবেদন

People's Reporter: তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ বলে অভিযোগ। এমনকি এই মামলায় প্রমাণও লোকানোর চেষ্টা করেছেন তিনি।
আর্থিক তছরুপে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজের
আর্থিক তছরুপে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজেরগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। অভিনেত্রীর আবেদন খারিজ করে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছে।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় জড়িয়ে পড়েন জ্যাকলিন। বর্তমানে জেল বন্দি রয়েছেন সুকেশ। তবে অভিনেত্রী এই মামলায় কোনওভাবেই যুক্ত নয় বলে দাবি করে মামলা থেকে মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন তিনি। কিন্তু অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

পাশাপাশি, তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এমনকি এই মামলায় প্রমাণও লোকানোর চেষ্টা করেছেন তিনি, এমন অভিযোগ উঠেছে। আদালতের তরফে জানানো হয়েছে, সুকেশের থেকে কী কী উপহার পেয়েছিলেন, তা প্রথম দিকে স্বীকার করতে চাননি অভিনেত্রী। একাধিক বার জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য জানিয়েছেন তিনি।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য চাপা দেওয়ার চেষ্টা করেছেন জ্যাকলিন। এমনকি মামলার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য নিজের ফোন থেকে মুছে ফেলেছেন তিনি। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই সমস্ত দিক বিচার করেই অভিনেত্রীর আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট।

বিচারপতি অনীশ দয়াল জানিয়েছেন, “বয়ান থেকেই স্পষ্ট হয়েছে, আবেদনকারী (জ্যাকলিন) উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল তথ্য দিয়ে তদন্তে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি সুকেশের নাম শোনেননি বলেও দাবি করেছিলেন। যদিও পরে তথ্যপ্রমাণের চাপে তিনি সুকেশের সঙ্গে তাঁর পরিচিতির কথা স্বীকার করেন"।

আর্থিক তছরুপে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজের
Kangana Ranaut: দলীয় নেতার পরামর্শেই বন্যা-বিধ্বস্ত মান্ডিতে যাননি! প্রশ্নের মুখে দাবি কঙ্গনার
আর্থিক তছরুপে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজের
হলিউড 'ওয়াক অফ ফেম' ২০২৬ -এ সম্মানিত দীপিকা! তবে ৬০ বছর আগে প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পান সাবু

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in