
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি, যে এলাকার সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তবে এই দূর্যোগ পরিস্থিতিতে এলাকায় নেই সাংসদ, এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। দলের সাংসদকে নিয়ে দলীয় নেতার এই মন্তব্য নিয়ে জলঘোলার মধ্যেই সামনে এসেছে কঙ্গনার মন্তব্য। আর যা নিয়ে পাল্টা আক্রমণ করতে শুরু করেছে সে রাজ্যের শাসক দল কংগ্রেস।
চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে মান্ডির সাংসদ হয়েছেন কঙ্গনা রানাউত। কিন্তু নিজের লোকসভা কেন্দ্রের এই চরম বিপর্যয়ে দেখা নেই সাংসদের। যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে অপ্রস্তুতিতে পড়লেন হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। তিনি বলেন, "আমরা স্থানীয়দের জন্য উদ্বিগ্ন। আমরা তাদের জন্য বাঁচি এবং মরি। যারা এখনে নেই এখন তাঁদের সম্পর্কে আমি কোনও মন্তব্য করতে পারি না।"
ঠাকুরের এই মন্তব্যকে হাতিয়ার করে কঙ্গনাকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি রানাউতকে ঠাকুরের সাথে কথা বলতে বলেন এবং বলেন যে বিরোধী দলনেতা তাঁর আচরণে "রাগান্বিত"।
এরপরেই শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করে কঙ্গনা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। অভিনেত্রী-সাংসদ লেখেন, "প্রায় প্রতি বছরই হিমাচল প্রদেশে এমন বন্যার ধ্বংসযজ্ঞ দেখা যায়। এটা দেখা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেরাজ এবং মান্ডির অন্যান্য বন্যা কবলিত এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু বিরোধী দলনেতা জয়রামজী আমাকে পরামর্শ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে"।
তিনি আরও লিখেছেন, "আজও মান্ডির ডিসি কর্তৃক লাল সতর্কতা জারি করা হয়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাব"।
এরপর অন্য একটি পোস্টে সাংসদ-অভিনেত্রী লেখেন, "আমি হিমাচল প্রদেশে যাচ্ছি। শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করব। দয়া করে নিশ্চিত থাকুন আমি প্রতিটি পরিস্থিতিতে হিমাচল প্রদেশের সাথে আছি। জয় হিন্দ!"
উল্লেখ্য, লাগাতার মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের ফলে এখনও পর্যন্ত সেরাজ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মান্ডিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার জয়রাম ঠাকুরকে সাথে নিয়ে মান্ডির বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন কঙ্গনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন