হলিউড 'ওয়াক অফ ফেম' ২০২৬ -এ সম্মানিত দীপিকা! তবে ৬০ বছর আগে প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পান সাবু

People's Reporter: ১৯৬০ সালে মহীশূরের ছেলে সাবু দস্তগীরের মুকুটে এসেছিল 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তকমা। ১৯৩৮ সালে 'দ্য ড্রাম' সিনেমার মাধ্যমে হলিউডে পাড়ি জমান সাবু।
দীপিকা পাডুকোন এবং সাবু দস্তগীর
দীপিকা পাডুকোন এবং সাবু দস্তগীর ছবি - সংগৃহীত
Published on

অভিনয় দক্ষতায় খ্যাতির চূড়ায় পৌঁছেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এবার তাঁর মুকুটে জুড়তে চলেছে আরও বড় সম্মান। ২০২৬ সালের হলিউডের 'ওয়াক অফ ফেম' (Walk of Fame) -এ সম্মানিত হতে চলেছেন অভিনেত্রী। বুধবার হলিউড চেম্বার অফ কমার্স এই ঘোষণা করেছে।

হলিউডের ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা পাড়ুকোন। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের প্রকাশিত তালিকায় দীপিকা ছাড়াও রয়েছেন - ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সি-সহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে 'ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ' (XXX: The Return of Xander Cage) ছবির মাধ্যমে হলিউডে পা রাখেন দীপিকা। যেখানে অভিনেত্রীকে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তারপরে তাঁকে আর কোনও হলিউড সিনেমায় দেখা যায়নি। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠেছিল তাঁর।

তবে অনেকেই মনে করছেন দীপিকাই প্রথম ভারতীয় হিসেবে হলিউড ওয়াক অফ ফেমে -এর তালিকায় জায়গা পেয়েছেন। কিন্তু এটা সত্যি নয়। প্রায় ছ'দশক আগে ১৯৬০ সালে প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত এক তারকার মুকুটে জুটেছিল 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তকমা। অভিনেতার নাম সাবু দস্তগীর (Sabu Dastagir)

কে এই সাবু দস্তগীর?

১৯২৪ সালে মহীশূরে জন্মগ্রহণ করেন সাবু। তাঁর বাবা ছিলেন মাহুত৷ ১৯৩৭ সালে চলচ্চিত্র নির্মাতা রবার্ট ফ্ল্যাহার্টি তাঁর 'এলিফ্যান্ট বয়' (Elephant Boy) সিনেমার জন্য সাবুকে নির্বাচিত করেন, এটি রুডইয়ার্ড কিপলিং (Rudyard Kipling)-এর বইয়ের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা। ১৯৩৮ সালে 'দ্য ড্রাম' সিনেমার মাধ্যমে হলিউডে পাড়ি জমান সাবু।

'মোগলি' ছবিতে সাবু
'মোগলি' ছবিতে সাবু

এরপর ১৯৪০ সালে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম 'দ্য থিফ অফ বাগদাদ'-এ আবু চরিত্রে অভিনয় করে হলিউডে বিপুল জনপ্রিয়তা পান সাবু। পরবর্তীতে 'মোগলি' (Mowgli), 'অ্যারাবিয়ান নাইটস', 'হোয়াইট স্যাভেজ' ও 'কোবরা ওম্যান'-এর মতো হিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

১৯৪০ দশকের গোড়ার দিকে সাবু পশ্চিমা সিনেমার সবচেয়ে স্বীকৃত অ-শ্বেতাঙ্গ মুখদের মধ্যে একজন ছিলেন। এরপর ১৯৪৪ সালে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতেও কাজ করেছিলেন তিনি। তবে যুদ্ধ পরবর্তী সময়ে সাবুর ক্যারিয়ারে ছন্দ পতন ঘটে। তিনি ইউরোপে চলে যান এবং কম পরিচিত ছবিতে অভিনয় করতে শুরু করেন।

১৯৫৭ সালে, 'মাদার ইন্ডিয়া'-তে অভিনয় করার জন্য তাঁর সাথে আলোচনা হয়েছিল বলে জানা যায়, কিন্তু তিনি ওয়ার্ক পারমিট পেতে পারেননি। ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত। এরপর ১৯৬০ -এর দশকের গোড়ার দিকে মাত্র ৩৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাবুর। সাবুর জন্ম ও মৃত্যু বার্ষিকীতে এখনও তাঁর বিপুল অনুরাগীরা তাঁকে শ্রদ্ধা জানান।

হলিউডের 'ওয়াক অফ ফেম'-এ সাবুর তারা
হলিউডের 'ওয়াক অফ ফেম'-এ সাবুর তারা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in