Suresh Gopi: 'আয় বন্ধ হয়ে গিয়েছে!' কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে চান কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপী

People's Reporter: ২০০৮ সালের অক্টোবরে সুরেশ গোপী বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে ত্রিশুরের মানুষ তাঁকে নির্বাচিত করে সংসদে পাঠান।
সুরেশ গোপী
সুরেশ গোপীছবি - সংগৃহীত
Published on

কেন্দ্রীয় মন্ত্রিত্ব পদ ছেড়ে ফের অভিনয় জগতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা সুরেশ গোপী। কেরালার কান্নুরে ত্রিশুরের বিজেপি সাংসদ জানান, তিনি আবার অভিনয়ে ফিরতে চান, কারণ রাজনীতিতে আসার পর থেকে তাঁর আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

গোপীর কথায়, “আমি সত্যিই আবার সিনেমায় ফিরতে চাই। এখন আমার সমস্ত রোজগার বন্ধ। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু এতে ব্যক্তিগতভাবে আর্থিক স্থিতি টিকে থাকছে না।”

কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী গোপী নিজের স্থানে দলের রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারকে নিয়োগ করার পরামর্শ দেন। সুরেশ গোপী বলেন, “আমি কখনও মন্ত্রী হওয়ার জন্য আর্জি জানাইনি। নির্বাচনের একদিন আগেই আমি সাংবাদিকদের বলেছিলাম যে আমি মন্ত্রী হতে চাই না, আমি আমার সিনেমা চালিয়ে যেতে চাই।”

তিনি জানান, ২০০৮ সালের অক্টোবরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে ত্রিশুরের মানুষ তাঁকে নির্বাচিত করে সংসদে পাঠান। পরবর্তীতে দলের সিদ্ধান্তেই তাঁকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী এবং পর্যটন প্রতিমন্ত্রী পদে আছেন। প্রসঙ্গত, এর আগেও এক বার সিনেমায় তাঁর দায়বদ্ধতার কথা জানিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা গোপী।

উল্লেখ্য, চলতি বছরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কান্নুরের বিজেপি নেতা সদানন্দন মাস্টারকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেছেন। সেই প্রেক্ষিতেই গোপীর মন্তব্যে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে গোপী আরও বলেন, তাঁর মন্তব্য নিয়ে প্রায়ই ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বিশেষ করে তিনি “প্রজা” শব্দটি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বিষয়টি নিয়ে গোপীর প্রশ্ন, “প্রজা শব্দ ব্যবহার করলে দোষ কোথায়?”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “আগে যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার নামে পরিচিত ছিলেন, আজ তাঁদের স্যানিটেশন ইঞ্জিনিয়ার বলা হয়। ভাষা বদলায়, অর্থ বদলায়। আমি ‘প্রজা’ বা ‘প্রজাতন্ত্র’ বললে সেটাকে বিকৃত করে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।”

সুরেশ গোপী
ভোটে বাইরে থেকে ২০ হাজার ভোটার এনেছিলাম - শিন্ধেসেনা বিধায়কের মন্তব্যই 'ভোট চুরি'র প্রমাণ - কংগ্রেস
সুরেশ গোপী
Bihar: বিহার ভোটের আগে বড় ধাক্কা RJD শিবিরে! লালু, তেজস্বী ও রাবড়ি দেবীর বিরুদ্ধে চার্জ গঠন আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in