Rajamouli: 'ভগবানে বিশ্বাসী নই' বলায় 'বাহুবলি' পরিচালক রাজামৌলির বিরুদ্ধে মামলা রাষ্ট্রীয় বানর সেনার

People's Reporter: গত ১৫ নভেম্বর প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু অভিনীত 'বারাণসী' সিনেমার টিজার প্রকাশ হয় রামোজি ফিল্ম সিটিতে। যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।
প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং পৃথ্বীরাজ সুকুমারন
প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং পৃথ্বীরাজ সুকুমারনছবি - বারাণসীর এক্স হ্যান্ডেল
Published on

নতুন সিনেমার কিছু দৃশ্য প্রকাশের অনুষ্ঠানে গিয়ে ঈশ্বরকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে বেকায়দায় চিত্রপরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli)। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রীয় বানর সেনা। পুলিশের কাছে মামলা দায়েরও করেছে সংগঠনটি।

ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর। প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু অভিনীত 'বারাণসী' (Varanasi) সিনেমার টিজার প্রকাশ হয় রামোজি ফিল্ম সিটিতে। যেখানে ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি। যা নিয়ে হতাশা প্রকাশ করেন রাজামৌলি। তখনই ভগবান প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

তিনি বলেন, “আমি খুব একটা ভগবানে বিশ্বাসী নই বা আমি ভগবানে বিশ্বাস করি না। বাবা বলতেন, হনুমান আমাকে রক্ষা করবেন এবং দিশা দেখাবেন। কিন্তু আজকের ঘটনা দেখে খুব রাগ হল। এই ভাবেই কি তিনি আমাকে দিশা দেখালেন?”

রাজামৌলি আরও বলেন, "আমার স্ত্রীও হনুমানের বড় ভক্ত। তিনি ভগবানকে নিজের বন্ধুর মতো দেখেন এবং তাঁর সাথে কথাও বলেন। আমি তাঁর উপরও রাগ করে বললাম তিনি কি এভাবেই কাজ করেন?"

পরিচালকের এই বক্তব্য অনেকেই ভালোভাবে মেনে নেননি। রাষ্ট্রীয় বানর সেনা নামক এক সংগঠন হায়দ্রাবাদে সরুরনগর থানায় রাজামৌলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। রাজামৌলি এখনও এফআইআর বা এই বিতর্ক সম্পর্কে কোনও বিবৃতি দেননি। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বারাণসী, ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লখ্য, এর আগে রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজামৌলি। ২০১১ সালে রাজামৌলি বলেছিলেন, আমার ভগবান রামকে ভালো লাগে না। সবকটি অবতারের মধ্যে কৃষ্ণকে ভালো লাগে।

প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং পৃথ্বীরাজ সুকুমারন
Palak Muchhal: ৩৮০০-র বেশি শিশুর হার্টের অস্ত্রোপচারে সাহায্য! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম পলক মুছলের
প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং পৃথ্বীরাজ সুকুমারন
Bihar Polls 25: আগামীকাল নীতিশ কুমার সহ ২৩ মন্ত্রীর শপথ! মন্ত্রিসভা নির্বাচনে জাতপাতকে গুরুত্ব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in