Pahalgam: পহেলগাঁও কাণ্ডের জের! ভারতে মুক্তি নিষিদ্ধ ফওয়াদ খান, বাণী কাপুরের 'আবির গুলাল' সিনেমা!

People's Reporter: চলতি বছর মে মাসে বলিউড সিনেমা ‘আবির গুলাল’ –এর হাত ধরে পাকিস্তানি সুপারস্টার ফওয়াদ খানের ভারতীয় সিনেজগতে প্রত্যাবর্তন করার কথা ছিল। ছবিতে অভিনয় করছেন বাণী কাপুর।
বাণী কাপুর এবং ফওয়াদ খান
বাণী কাপুর এবং ফওয়াদ খানছবি - সংগৃহীত
Published on

পহেলগাঁও কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। সমাজমাধ্যমে ফেটে পড়ছে মানুষের প্রতিবাদ। একের পর এক পাকিস্তানের সঙ্গে যোগসূত্রে ইতি টানছে ভারত। এই ঘটনার পর ফের পাকিস্তানি শিল্পীদের উপরও নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে সাধারণ মানুষ। এবার তাতেই সম্মতি দিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সূত্রের খবর, পাকিস্তানি সুপারস্টার ফওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবির মুক্তির অনুমতি দেওয়া হয়নি। এই ছবিতে অভিনয় করছেন বাণী কাপুর।

২০১৬ সালে উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আর সেভাবে বলিউডে দেখা যায়নি পাক শিল্পীদের। তবে বিভিন্ন কুটনৈতিক জট কাটিয়ে চলতি বছর মে মাসে বলিউড সিনেমা ‘আবির গুলাল’ –এর হাত ধরে পাকিস্তানি সুপারস্টার ফওয়াদ খানের ভারতীয় সিনেজগতে প্রত্যাবর্তন করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর সেই ছবি মুক্তির সম্ভাবনা রইল না।

ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, এই সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর অভিনেত্রী বাণী কাপুরকেও বয়কট করার দাবি তুলেছে একপক্ষ।

পহেলগাঁওয়ে জঙ্গি হানার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ফওয়াদ। নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘পহেলগাঁওয়ে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনার খবর পেয়ে ভারাক্রান্ত। প্রার্থনা করি নিহতদের পরিবারের জন্য। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাঁরা যেন এই কঠিন পরিস্থিতিতে যুঝে নেওয়ার শক্তি পান”।

উল্লেখ্য, শেষবারের মতো ফওয়াদ খানকে বলিউডে দেখা গিয়েছিলে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে।

বাণী কাপুর এবং ফওয়াদ খান
ওখানে কেন সেনা ছিল না? এই সরকারকে আর ভোট নয় - কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ নিহতের স্ত্রীর
বাণী কাপুর এবং ফওয়াদ খান
Pahalgam: পহেলগাঁও কান্ডে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন করে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত সাংবাদিক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in