Pathan: শাহরুখ-দীপিকায় মুগ্ধ কাশ্মীর, 'পাঠান'-এর হাত ধরে ৩২ বছর পর হলমুখী উপত্যকাবাসী

১৯৯০ সালে কাশ্মীরে ১২টি সিনেমা হল ছিল। সামাজিক ও রাজনৈতিক কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হলগুলি। দীর্ঘ ৩০-৩২ বছর পর ফের যে হলমুখী হবেন মানুষ তা হয়তো ভাবতেই পারেননি হল মালিকরা।
পাঠান সিনেমা
পাঠান সিনেমাছবি - তরণ আদর্শের ট্যুইটার হ্যান্ডেল
Published on

৩২ বছর পর শাহরুখ খানের 'পাঠান' ছবির হাত ধরে কাশ্মীরে ফিরল সিনেমা। হলমুখী হলেন দর্শক। তৃতীয় সপ্তাহেও হাউসফুল থাকছে প্রেক্ষাগৃহ। মানুষের এই ঢল ও বাণিজ্যিক লাভ দেখে পাঠানের পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছে সিনেমা হল কতৃপক্ষ।

শ্রীনগরে সিনেমা দেখার জন্য শেষ এত ভিড় কবে হয়েছিল তা হয়তো কারুরই মনে নেই। সূত্র অনুসারে, ১৯৯০ সালে কাশ্মীরে ১২টি সিনেমা হল ছিল। সামাজিক ও রাজনৈতিক কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হলগুলি। দীর্ঘ ৩০-৩২ বছর পর ফের যে হলমুখী হবেন মানুষ তা হয়তো ভাবতেই পারেননি হল মালিকরা।

শাহরুখের পাঠান দেখার জন্য শুধু শ্রীনগরই নয়, পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও অনেকে আসছেন সিনেমা হলে। আপাতত ১০ হাজারের বেশি মানুষ সিনেমাটি দেখেছেন। যাঁরা একবার দেখে যাচ্ছেন তাঁরা ফের দেখতে আসছেন।

'পাঠান'-এর মুক্তির আগে বিতর্ক শুরু হলেও একের পর এক রেকর্ড গড়ে সমস্ত বিতর্ককে যেন ম্লান করে দিয়েছে। ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখ-দীপিকার এই সিনেমা। তাছাড়া ভারতীয় সিনেমাগুলির মধ্যে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করেও রেকর্ড সৃষ্টি করেছে 'পাঠান'। মাত্র ৫ দিনেই সেই রেকর্ড গড়ে সিনেমাটি।

এর আগে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করতে কেজিএফ ২ (হিন্দি)-র সময় লেগেছিল ৭ দিন। বাহুবলী ২ সময় নিয়েছিল ৮ দিন। দঙ্গল, টাইগার জিন্দা হ্যায় ও সঞ্জু নিয়েছিল ১০ দিন।

পাঠান সিনেমা
Eoin Morgan: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in