Eoin Morgan: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের

মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গে ঠিকই যুক্ত থাকছেন মরগ্যান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি।
ইওন মর্গ্যান
ইওন মর্গ্যানছবি - ইংল্যান্ড ক্রিকেটের ট্যুইটার হ্যান্ডেল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গত বছর। তবে হালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে খেলা চালিয়ে গিয়েছিলেন। এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লীগে গত সপ্তাহে পার্ল রয়্যালসের হয়ে খেলেছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

এক বিবৃতিতে মর্গ্যান বলেন, "আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লীগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।"

২০০৬ সালে আয়ারল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মর্গ্যানের। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই করেছিলেন ৯৯ রান। এরপর ২০১৯ সালে ইংলিশ দলে যোগ দেন। ক্রমশ তিনিই হয়ে ওঠেন দলের মধ্যমণি। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বেই ওডিআই বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের জার্সিতে ১৬ টি টেস্ট, ২৪৮ টি ওডিআই এবং ১১৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মর্গ্যান। ওয়ান ডে'তে রান করেছেন ৭৭০১। টি-টোয়েন্টিতে তাঁর রান সংখ্যা ২৪৫৮।

মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গে ঠিকই যুক্ত থাকছেন মরগ্যান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি। এছাড়া ভালো সুযোগ পেলে কোচ হিসেবেও দেখা যেতে পারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে।

ইওন মর্গ্যান
IND vs AUS : বদলে গেল ভেন্যু, ধর্মশালার পরিবর্তে তৃতীয় টেস্ট ইন্দোরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in