

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে আসামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, "আজ আসাম তার প্রিয় সন্তানদের একজনকে হারিয়েছে। আসামের জন্য জুবিন কী, তা বর্ণনা করার মতো আমার কাছে ভাষা নেই। তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন, এটি চলে যাওয়ার সময় ছিল না। জুবিনের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।"
মুখ্যমন্ত্রী আরও লেখেন, "তিনি এমন একটি শূন্যতা রেখে গেলেন যা কখনও পূরণ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে আসামের সংস্কৃতির একজন অদম্য নেতা হিসেবে স্মরণ করবে এবং তাঁর কাজ আগামী দিন এবং বছরগুলিতে আরও অনেক প্রতিভাবান শিল্পীকে অনুপ্রাণিত করবে"
মুখ্যমন্ত্রী আরও লেখেন, "সেই জাদুকরী কণ্ঠ চিরতরে নীরব হয়ে গেছে। যা ভাষায় প্রকাশের বাইরে! জুবিনের মৃত্যুতে আমি আমার সহ-নাগরিকদের সাথে শোক প্রকাশ করছি। ভালো থাকুন, জুবিন! আপনি সর্বদা আসামের প্রিয় রকস্টার থাকবেন"।
আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল, এক্স-এ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, "আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আসাম কেবল একটি কণ্ঠস্বরই নয়, একটি হৃদস্পন্দনও হারিয়েছে। জুবিন একজন গায়ক ছাড়াও আরও বেশি কিছু ছিলেন, তিনি ছিলেন আসাম এবং জাতির গর্ব, যার গান আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ এবং আমাদের চেতনাকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে"।
তিনি আরও লেখেন, "আসাম তাঁর সবচেয়ে প্রিয় পুত্রকে হারিয়েছে এবং ভারত তার অন্যতম সেরা সাংস্কৃতিক আইকনকে হারিয়েছে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা চির শান্তি পাক"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন