
দিল্লিতে মন্দিরচত্বরে এক পরিষেবককে পিটিয়ে খুনের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। অভিনেত্রীর মন্তব্য, সমাজের কী অবস্থা! মানুষ দিন দিন দানবে পরিণত হচ্ছে।
গত শুক্রবার দিল্লির কালকাজী মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিং সেদিন মন্দিরে প্রসাদ বিতরণ করছিলেন। ১৫ বছর ধরে একাজ করে আসছেন তিনি। সেদিন একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চেয়েছিলেন। কিন্তু সেই প্রসাদ আগেই শেষ হয়ে যাওয়ায় তা দিতে পারেননি যোগেন্দ্র। অভিযোগ, এরপরেই পরিষেবকের উপর চড়াও হন 'ভক্তরা'।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যোগেন্দ্রকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। এর জেরে মৃত্যু হয় ওই পরিষেবকের। জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার মানুষই মূল অভিযুক্ত অতুল পাণ্ডেকে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে এই ঘটনা সামনে আসতেই ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী। পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে স্বরা লেখেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি!”
স্বরার এই মন্তব্যকে সমর্থন করেছেন নেট নাগরিকরাও। তাঁরাও এই ঘটনায় স্তব্ধ। প্রশ্ন তুলছেন, এই ভাবে কি একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলা যায়? তাও আবার রাজধানীতে। আমজনতার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন