
সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় স্বরা ভাস্কর। কেবলমাত্র সিনেমা নয়, রাজনৈতিক বিষয় নিয়েও পোষ্ট করতে দেখা যায় তাঁকে। তবে এবার সেই মতামত প্রকাশের জেরেই বাধা পেলেন তিনি। প্রজাতন্ত্র দিবসে গান্ধীজীকে নিয়ে পোষ্ট করেছিলেন। এর জেরে পাকাপাকিভাবে বাতিল হয়ে গেল স্বরা ভাস্করের এক্স হ্যান্ডেল।
ইন্সটাগ্রামে একটি লম্বা পোষ্ট করে একথা নিজেই জানান অভিনেত্রী। স্বরা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে দু’টি পোষ্ট করেছিলেন তিনি। সেই পোষ্টের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ তোলা হয়েছে এক্সের তরফ থেকে। তারপরেই তাঁর এক্স হ্যান্ডেল বাতিল করে দেওয়া হয়েছে।
সমাজমাধ্যমের দীর্ঘ পোষ্টে এই নিয়ে ক্ষোভ উগরে অভিনেত্রী লিখেছেন, “প্রিয় এক্স, আমার পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আপনারা আমার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার একটি ছবিতে কমলা রঙের উপর দেবনাগরী ভাষায় লেখা ছিল, ‘গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়’। এটি আন্দোলনের অতি পরিচিত স্লোগান। এর মধ্যে স্বত্বাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ কোথা থেকে আসছে”।
দ্বিতীয় ছবিটি ছিল অভিনেত্রীর মেয়ের। স্বরা লিখেছেন, “দ্বিতীয় ছবিটি ছিল আমার নিজের কন্যার। ওর মুখ ঢাকা ছিল ইমোজি দিয়ে। হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটা কী ভাবে স্বত্বাধিকার লঙ্ঘন হতে পারে?”
এরপরেই অভিনেত্রী লেখেন, “দুটি অভিযোগই হাস্যকর। কোন,ও যুক্তি নেই। মানুষের ‘রিপোর্ট’-এর দ্বারা যদি এই অভিযোগ আনা হয়ে থাকে, তা হলে বুঝতে হবে হেনস্থা করার উদ্দেশ্য নিয়েই এটা করা হয়েছে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন