
অন্য নাম বলে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর শুটিং করিয়ে নেওয়া হয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই দাবি করেছেন অভিনেতা।
দ্য ওয়াল-এর সাথে এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চ্যাটার্জি বলেন, “শুটিং চলাকালীন ছবির নাম ছিল 'দিল্লি ফাইলস'। শুটিং শেষ হওয়ার পর আমি জানতে পারি যে এর নাম পরিবর্তন করে 'দ্য বেঙ্গল ফাইলস' করা হয়েছে। এই সমস্ত কিছু আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারব না কেন এটা ঘটেছে।“
‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস' ছবি নিয়ে বাংলায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কোনও এক অঘোষিত "রাজনৈতিক চাপের" কারণে ১৬ আগস্ট কলকাতায় ছবিটির ট্রেলার লঞ্চ বাতিল করেছে হল কর্তৃপক্ষ। তথ্য বিকৃতির অভিযোগে অগ্নিহোত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এই সমস্ত বিতর্কের মাঝেই ছবিতে তাঁর অভিনয় নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়।
তিনি বলেন, "আজকাল এটা একটা ট্রেন্ড। পুরো গল্প কাউকে বলা হবে না। আপনি কেবল আপনার ট্র্যাক, আপনার চরিত্রটি জানতে পারবেন। এবং যখন আমাকে ছবির ('দ্য বেঙ্গল ফাইলস'-এ) চরিত্র সম্পর্কে বলা হয়েছিল, তখন আমি চরিত্রটি অসাধারণ বলে মনে করেছি। এটি একজন খলনায়কের চরিত্র এবং খুব কম লোকই এই ধরণের চরিত্রে অভিনয় করতে পারে।“
এরপরই তিনি জানান, তাঁকে বলা হয়েছিল ছবির নাম 'দিল্লি ফাইলস'। শুটিং চলাকালীনও সেই নাম ছিল। পরে নাম বদল করা হয়েছে।
ছবিতে তথ্য বিকৃত করা হয়েছে কিনা এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে অভিনেতা জানান, "আমি কেবল একজন অভিনেতা। আমার একটি চরিত্র পছন্দ হয়েছিল এবং আমি এটিতে অভিনয় করেছি। আমি ইতিহাসবিদ নই যে ইতিহাসে কী বলা হয়েছে এবং এই ছবিতে তা বিকৃত করা হয়েছে কিনা তা নিয়ে ভাবব। এটা আমার কাজ নয়।"
তিনি আরও বলেন, "যাঁরা মনে করেন যে এই ছবির মাধ্যমে বাংলাকে অবজ্ঞা করা হচ্ছে, তাঁরা উপযুক্ত তথ্য নিয়ে আদালতে যেতে পারেন। শুধুশুধু বাইরে গোলমাল করে কোনও লাভ নেই।"
১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা এবং হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রেক্ষিতে এই ছবিটি নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। তবে দাঙ্গার চিত্রায়নের সময় একাধিক তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ছবিতে একটি অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র গোপাল মুখার্জি। তাঁর নাতি শান্তনু মুখার্জি অগ্নিহোত্রীর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
দ্য বেঙ্গল ফাইলস-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দিব্যেন্দু ভট্টাচার্য, পল্লবী জোশী, শাশ্বত চ্যাটার্জী সহ আরও অনেকে। ছবিটি ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন