মাছ বিতর্কে সরব ঋত্বিক চক্রবর্তী! পরেশকে 'পারশে', রাওয়ালকে 'বাওয়াল' কটাক্ষ অভিনেতার

পুতুলটি অভিনেতাকে ‘বড়দা’ সম্বোধন করে জিজ্ঞাসা করছে, ‘পারশে বাওয়াল বলে নাকি একটা অ্যাক্টর আছে? প্রত্যুত্তরে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘পারশে তো একটা মাছ। আর বাওয়াল না বোয়াল একটা মাছ’।
পরেশ রাওয়াল ও ঋত্বিক চক্রবর্তী
পরেশ রাওয়াল ও ঋত্বিক চক্রবর্তীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

প্রাক্তন বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল ইস্যুতে এবার মুখ খুললেন বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। 'হাতের বাইরে হাতের পুতুল' অনুষ্ঠানে অভিনেতার পুতুলটি পরেশকে ‘পারশে’ ও রাওয়ালকে ‘বাওয়াল’ বলে কটাক্ষ করে। সেই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

ঋত্বিক চক্রবর্তীর হাতে পুতুল নিয়ে কথোপকথন অনুষ্ঠান কমবেশি সকলেই জানেন। যাকে ইংরেজিতে ‘ভেন্ট্রিলোক্যুইজম’ বলে। মঙ্গলবার তেমনই একটি অনুষ্ঠানের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। সেখানে পুতুলটি অভিনেতাকে ‘বড়দা’ সম্বোধন করে জিজ্ঞাসা করছে, ‘পারশে বাওয়াল বলে নাকি একটা অ্যাক্টর আছে? প্রত্যুত্তরে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘পারশে তো একটা মাছ। আর বাওয়াল না বোয়াল একটা মাছ’।

তাঁর হাতে থাকা পুতুলটি আবার বলে, সবাই যে বাওয়াল বলছিল? তৎক্ষণাৎ ভুল শুধরে দিয়ে অভিনেতা বলেন বাওয়াল নয়, রাওয়াল হবে। পুতুলটির দ্বিতীয় প্রশ্ন, ও (পরেশ রাওয়াল) নাকি বাঙালিদের মাছ নিয়ে অপমান করেছে? অভিনেতা বলেন, মাছ নিয়ে নয় মাছ খাওয়া নিয়ে অপমান করেছেন। জাতি বিদ্বেষী মত।

পুতুল মন্তব্য করে, ‘বড়দা সব গাধার ডাকে কি তানসেন অপমানিত হয়? ছাওয়াল নাকি গ্যাস নিয়ে মাছ ভাজবে কিনা জানতে চেয়েছে?’ ঋত্বিক চক্রবর্তী ফের পুতুলের ভুল শুধরে দিয়ে বলেন, ছাওয়াল নয় ওটা রাওয়াল। আর হ্যাঁ এটা ঠিক যে সব গাধার ডাকে তানসেন অপমানিত হন না।

গুজরাটে ভালসাদে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা পরেশ রাওয়াল। সেখানেই তিনি বলেন - গ্যাস সিলিন্ডারের দাম এখন বেশি, কিন্তু পরে কমে যাবে। মানুষের কর্মসংস্থানও হবে। গুজরাটের মানুষ মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গার উদ্বাস্তু বা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?

পরেশ রাওয়াল ও ঋত্বিক চক্রবর্তী
পরেশ রাওয়ালের বিরুদ্ধে সেলিমের করা অভিযোগের ৫ দিন পর FIR দায়ের কলকাতা পুলিশের
পরেশ রাওয়াল ও ঋত্বিক চক্রবর্তী
প্রাক্তন BJP সাংসদ পরেশ রাওয়ালের বাঙালি বিদ্বেষী মন্তব্য - থানায় অভিযোগ জানালেন CPIM রাজ্য সম্পাদক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in