
হাঁটুর রোগ সারাতে নাকি ওষুধ হিসেবে নিজের মূত্রপান করতেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। অভিনেতা জানিয়েছেন, টানা ১৫ দিন বিয়ারের মতো নিজের মূত্রপান করেছিলেন তিনি। অজয় দেবগণের বাবার পরামর্শেই নাকি এই কাজ করেছিলেন তিনি।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন পরেশ রাওয়াল। সেখানে তিনি দাবি করেন, “রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পাই। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে যাই। সঙ্গে ছিলেন তিন্নু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। উনি আমাকে দিনের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। সমস্ত যোদ্ধাই নাকি এটি করে। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না”।
পরামর্শ শোনার পর প্রথমে গা ঘিনঘিন করেছিল অভিনেতার বলে জানিয়েছেন তিনি। কিন্তু পরে ঠিক করেন এই পরামর্শ মানবেন। সেই মতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ। বিয়ারের মতো চুমুক দিয়ে পান করেছিলেন। এরপর এক্স রে রিপোর্ট দেখে অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসকরা। যে চোট সারতে আড়াই মাস লাগার কথা ছিল, সেখানে মাত্র দেড় মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি, বলে দাবি করেন অভিনেতা।
উল্লেখ্য, আগামী দিনে পরেশ রাওয়ালকে দেখা যাবে হরর কমেডি ‘ভূত বাংলায়’। যেখানে রয়েছেন অক্ষয় কুমার এবং টাবু। এছাড়া আসছে ‘হেরা ফেরি ৩’। যেখানে পরেশ ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টিকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন