WB Election 21: এক নজরে প্রথম দফা নির্বাচনের তারকা প্রার্থীরা

২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। ওই দিন ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।
জুন মালিয়া- মধুজা সেন রায়- দেবলীনা হেমব্রম:
জুন মালিয়া- মধুজা সেন রায়- দেবলীনা হেমব্রম:ফাইল চিত্র
Published on

আগামী শনিবার ২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। ওই দিন ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছেন তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চার একাধিক হেভিওয়েট নেতা। একঝলকে তাঁদের কথা--

অখিল গিরি: রামনগরের বিদায়ী বিধায়ক। শুভেন্দু অধিকারীর কট্টর বিরোধী হিসেবে পরিচিত। শুভেন্দু তৃণমূল ছাড়ার পর অখিলের গুরুত্ব আরও বেড়েছে।

স্বদেশরঞ্জন নায়েক: লাল ব্রিগেড থেকে গেরুয়া শিবিরে। বাম প্রার্থী হিসেবে রামনগর থেকে আগেও জিতেছেন। এলাকায় ভাবমূর্তি বেশ ভালো।

হাঁসদা: সাঁওতালি অভিনেত্রী। তাঁকে দিয়ে হারানোর জমি ফেরানোর চেষ্টা করছে তৃণমূল।

সুখময় শতপথী: গেরুয়া শিবিরের প্রার্থী ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি।

মধুজা সেন রায়: ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন মধুজা সেন রায়। ঝাড়গ্রামে বাম-কংগ্রেস জোটের অন্যতম হেভিওয়েট প্রার্থী।

জুন মালিয়া- মধুজা সেন রায়- দেবলীনা হেমব্রম:
WB Election 21: সংযুক্ত মোর্চা vs তৃণমূল- বারুইপুরে সংঘর্ষে মৃত ১ জন, আহত ৫ জন

সুশান্ত ঘোষ: সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা এবার শালবনীর প্রার্থী। পুরোনো বিতর্ক সরিয়ে রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই।

পুলিনবিহারী বাস্কে: বামেদের অন্যতম পরিচিত মুখ লড়ছেন কেশিয়াড়ি থেকে।

জুন মালিয়া: দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম ভোট ময়দানে।

শমিত দাস: মেদিনীপুরে দাঁড়িয়েছেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস।

নেপাল মাহাতো: বাঘমুণ্ডি থেকে লড়ছেন কংগ্রেসের অন্যতম হাইপ্রোফাইল প্রার্থী নেপাল মাহাতো।

সুদীপ মুখোপাধ্যায়: তৃণমূল থেকে কংগ্রেস ঘুরে এবার বিজেপি প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া থেকে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জিতেছিলেন।

দেবলীনা হেমব্রম: রাজ্যের পশ্চিমাংশে বামেদের অন্যতম পরিচিত মুখ। রানিবাঁধ আসন জিততে তাঁকেই ভরসা করেছে সংযুক্ত মোর্চা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in