

এবার আইএসএফ প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল ভাঙড়। গত কয়েকদিন ধরেই ভাঙড়ে অশান্তি চলছে। আইএসএফ-তৃণমূলের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। এবার সরাসরি প্রার্থী নওশাদ সিদ্দিকির ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তিনি আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাই। গতকালের এই ঘটনায় দুটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেও। প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েক হাজার আইএসএফ সমর্থক।
শনিবার চতুর্থ দফায় ভোট ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার ৯টি বিধানসভা কেন্দ্রে। এদিন ভোজেরহাটে জনসভা ছিল আব্বাসের। আইএসএফের অভিযোগ, জনসভা থেকে ফেরার পথে দলের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান স্থানীয় তৃণমূলকর্মীরা। অভিযোগ জানাতে ভাঙড় থানায় গেলে সেখানে ফের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে।
অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশও। বাদ পড়েননি আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিও। লাঠির আঘাতে জখম হন তিনি।
এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযুক্ত পুলিস অফিসারকে অপসারণ করতে হবে। এই দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হন আব্বাসের দলের কয়েক হাজার সমর্থক। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকির বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন