WB Election 21: গঙ্গাবক্ষে আবির খেলা নিয়ে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তীকে “নটী” বলে তুলোধোনা তথাগতর

সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থীদের বিরুদ্ধে তোপ দেগে ত্রিপুরা ও মেঘালয় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় লিখেছেন, 'নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা!
WB Election 21: গঙ্গাবক্ষে আবির খেলা নিয়ে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তীকে “নটী” বলে তুলোধোনা তথাগতর
ছবি- সোশ্যাল মিডিয়া

রবিবার আবির খেলা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া তিন বিজেপি প্রার্থীকে নিয়ে এবার তুলোধোনা করলেন বিজেপি নেতা তথাগত রায়। “নটী” বলে সম্বোধন করলেন শ্রাবন্তী তনুশ্রী এবং পায়েলকে। ওইদিন গঙ্গাবক্ষে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েলের আবির খেলার সেল্ফি পোস্ট করা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল।

নিজের দলের কর্মী-সমর্থকদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সেভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। তবে তথাগত রায় যেভাবে তাঁদের সম্বোধন করলেন, তাতে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হল।

সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থীদের বিরুদ্ধে তোপ দেগে ত্রিপুরা ও মেঘালয় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় লিখেছেন, 'নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনও এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।'

WB Election 21: গঙ্গাবক্ষে আবির খেলা নিয়ে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তীকে “নটী” বলে তুলোধোনা তথাগতর
WB Election 21: দোলে তৃণমূল প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীদের ছবি ঘিরে ক্ষোভ কর্মী সমর্থকদের

প্রসঙ্গত, আড়িয়াদহে গঙ্গাবক্ষে মদন মিত্রের সঙ্গে আবির খেলেন শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা। মদন মিত্র ও তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের গানের সঙ্গে তাল মেলান তাঁরা। মদন মিত্র স্পষ্ট জানান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। রাজনীতির সঙ্গে সম্পর্কে নেই বলে জানান শ্রাবন্তী, পায়েলরাও। পায়েল ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। কিন্তু তারপরও বিতর্ক থামার লক্ষণ নেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in