WB Election 21: পাঁচ বছরে সম্পত্তি বৃদ্ধি প্রায় ২৮ লাখ - হলফনামায় জানালেন শুভেন্দু

গত ৫ বছরে শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা
শুভেন্দু অধিকারী -
শুভেন্দু অধিকারী - ফাইল ছবি সংগৃহীত
Published on

১৩ মার্চ, কলকাতা- শুক্রবার মনোনয়নপত্র পেশ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম। সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

নির্বাচনের নিয়ম অনুযায়ী সম্পদের পরিমাণ জানিয়ে হলফনামা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তা থেকেই জানা যাচ্ছে, তাঁর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। ২০১৬ সালের তৃণমূল প্রার্থী হিসেবে যখন তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ- গত ৫ বছরে শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।

শুভেন্দু অধিকারী -
WB Election 21: নন্দীগ্রাম কাণ্ড দুর্ঘটনাই, জেলাশাসক ও মুখ্যসচিবের রিপোর্ট পেশ

তখন অস্থাবর সম্পত্তি ছিল তাঁর ১৮ লাখ ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা। স্থাবর সম্পত্তি ছিল ৪৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এখন অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা। এখন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা। তাঁর সোনা বা নিজস্ব গাড়ি নেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in