

১৩ মার্চ, কলকাতা- শুক্রবার মনোনয়নপত্র পেশ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম। সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
নির্বাচনের নিয়ম অনুযায়ী সম্পদের পরিমাণ জানিয়ে হলফনামা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তা থেকেই জানা যাচ্ছে, তাঁর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। ২০১৬ সালের তৃণমূল প্রার্থী হিসেবে যখন তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ- গত ৫ বছরে শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।
তখন অস্থাবর সম্পত্তি ছিল তাঁর ১৮ লাখ ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা। স্থাবর সম্পত্তি ছিল ৪৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এখন অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা। এখন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা। তাঁর সোনা বা নিজস্ব গাড়ি নেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন