সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তীছবি- অফিসিয়াল পেজ

সংযুক্ত মোর্চার সরকার হলে ১৫ দিনের মধ্যে তোলাবাজি হবে বন্ধ, চাকরির পরীক্ষা হবে নিয়মিত - সুজন

সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের আমলে রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে। খেলা, মেলা, শৌচাগারের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। অথচ কারখানার উদ্বোধন করেননি।
Published on

১৮ এপ্রিল, কলকাতা- বিজেপি-তৃণমূলকে হটিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সংযুক্ত মোর্চা ক্ষমতায় এসে প্রথমে কী করবে? তার একটা ছোট তালিকা শনিবার তুলে ধরলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি এদিন রহড়া, ব্যারাকপুর, খড়দায় সভা করেন সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে।

তিনি বলেন, ১৫ দিনে তোলাবাজি বন্ধ করা হবে। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আপার প্রাইমারি, টেট, পিএসসি, এসএসসি পরীক্ষা হবে নিয়মিত। সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়ম মেনে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের আমলে রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে। খেলা, মেলা, শৌচাগারের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। অথচ কারখানার উদ্বোধন করেননি। রাজ্যে অসংখ্য শিল্প মেলা হয়েছে, সম্মেলন হয়েছে। মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন শিল্প আনতে। কিন্তু একটাও শিল্প আসেনি। দেশের প্রধানমন্ত্রীও একটা কারখানাও উদ্বোধন করেননি। তৃণমূল-বিজেপি দু'জনে আসলে দেশকে অবনতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সুজন চক্রবর্তী
যুবকদের স্বপ্ন ধ্বংস করতে, বাংলা ধ্বংস করতে নন্দীগ্রাম, সিঙ্গুর চক্রান্ত হয়েছে - সুজন চক্রবর্তী

তাঁর অভিযোগ, তৃণমূল-বিজেপির লক্ষ্য মোটামুটি এক। রাজ্যে একদল বলছে খেলা হবে। রাজনৈতিক নির্বাচন কোন খেলা নয়। একদল বলছে সোনার বাংলা গড়বে। অসম, ত্রিপুরার অবস্থা দেশের মানুষ জানেন। দুই দলই রাজনীতিতে ধর্ম নিয়ে এসে বিভাজন সৃষ্টি করতে চাইছে। সবশেষে সভায় আসা সবাইকে কোভিডবিধি মেনে চলার আবেদন জানান তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in