'সময় দিতে হবে, সরিয়ে দিতে তো ১ সেকেন্ড লাগে' - মোলিনার পাশে বাগানের আই লিগ জয়ী কোচ

People's Reporter: সঞ্জয় সেন বলেন, সরিয়ে দেওয়া তো ১ সেকেন্ডের কাজ। কিন্তু দলের খারাপ সময়ে সমর্থক বা ক্লাবকে পাশে থাকতে হবে। জানি এই দুটো ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তবুও ধৈর্য্য রাখতে হবে।
সঞ্জয় সেন
সঞ্জয় সেনছবি - সংগৃহীত
Published on

আইএসএলে হারের হ্যাটট্রিক করায় ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাতকে সরতে হয়েছে। সূত্রের খবর, মোহনবাগান কোচ হোসে মোলিনার ক্ষেত্রেও একই জিনিস ঘটতে পারে। এবার মোলিনার পাশে দাঁড়ালেন মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন

চলতি আইএসএলে শুরুটা ভালো হয়নি মোহনবাগানের। এই অবস্থায় আই লিগ জয়ী শেষ বাঙালি কোচ সঞ্জয় সেন বলেন, 'বাকি দলগুলোর থেকে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে কোচিং করানোর চাপটা অনেক বেশি। কুয়াদ্রাত বহুদিন পরে ইস্টবেঙ্গলকে ডার্বি জিতিয়ে, সুপার কাপ জিতিয়ে সাফল্য এনেছিলেন। মোলিনা ২০১৬ সালে এটিকের কোচ থাকার পরে বহুদিন কোচিংয়ে ছিল না। ওঁকে সময় দিতে হবে।"

তিনি আরও বলেন, 'সরিয়ে দেওয়া তো ১ মিনিট বা ১ সেকেন্ডের কাজ। কিন্তু দলের খারাপ সময়ে সমর্থক বা ক্লাবকে তো পাশে থাকতে হবে। জানি এই দুটো ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তবুও ধৈর্য্য রাখতে হবে।'

আগামী শনিবার যুবভারতীতে মোহনবাগান ও মহামেডান মিনি ডার্বি। তার আগে সঞ্জয় সেন বলেন, 'ওদের চাপ কম। প্রথমবার আইএসএলে খেলছে সেই কারণে খোলা মনে ফুটবলটা খেলছে।'

সঞ্জয় সেন
East Bengal: পদত্যাগ ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের! আপাতত দলের দায়িত্বে বিনো জর্জ
সঞ্জয় সেন
Sanjay Sen: 'বাংলা ফুটবলে প্রতিভা আছে' - সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হয়ে দাবি সঞ্জয় সেনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in