FIFA World Cup 22: 'তুমিই সবার আশা' - ফাইনালের আগে মেসিকে আবেগঘন বার্তা ছেলে থিয়াগোর

ছেলে থিয়াগো একটি গানের কয়েকটি লাইন নিজের নোটবুকে লেখে। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সবাই এখন তোমার দিকে তাকিয়ে আছে। সকল আর্জেন্টিনাবাসী চাইছে তোমার হাতে বিশ্বকাপ উঠুক।
পুত্রদের সাথে মেসি
পুত্রদের সাথে মেসিফাইল ছবি - সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Published on

বাবার প্রতি ছেলের আবেগঘন বার্তা। সেই বার্তা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে তুলে ধরলেন মা। ১০ বছরের ছেলেটির বাবা যে বিশ্বযুদ্ধে গেছে। আজ তাঁর বিশ্বজয় করার শেষ দিন। তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

রবিবার ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন মেসি। তার আগে ছেলের হাতে লেখা বার্তা পেয়ে আশা যেন দ্বিগুণ হয়ে গেল তাঁর। ছেলে থিয়াগো একটি গানের কয়েকটি লাইন নিজের নোটবুকে লেখে। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সবাই এখন তোমার দিকে তাকিয়ে আছে। সকল আর্জেন্টিনাবাসী চাইছে তোমার হাতে বিশ্বকাপ উঠুক। সকলেই অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য।

মেসির স্ত্রী আন্তোনেল্লা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলের সেই বার্তা তুলে ধরেন। তাঁর কথায়, ছেলেরাও অনেক আশায় রয়েছে যাতে তাদের বাবা বিশ্বচ্যাম্পিয়ন হন। আমিও চাই সে (মেসি) নিজের সেরাটা দিয়ে কাপ জয় করুক।

২০১৪ বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি জয় হয়নি। হারতে হয়েছিল জার্মানির কাছে। সেই ভুল দ্বিতীয়বার করতে চান না বাঁ পায়ের জাদুকর। তাঁর একটাই লক্ষ্য এখন আর্জেন্টিনাকে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতানো।

অন্যদিকে আর্জেন্টাইন কোচ লিও স্কালোনি বলেন, আমাদের স্ট্যাট্রেজি ভাবা হয়ে গেছে। আমরা ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত। আমরা জানি ফ্রান্সের বিপক্ষে কীভাবে খেলতে হবে। আমি আশা করছি আগের নক আউট ম্যাচগুলির মতো ফাইনালেও ছেলেরা নিজেদের সেরাটা দেবে।

তিনি আরও বলেন, এমবাপ্পের বিশাল গতি। ওকে আটকানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু এমবাপ্পে নয় ফ্রান্স দলটাই খুব ভালো। তাই সকলকে প্রতিটা বলের জন্য লড়তে হবে।

পুত্রদের সাথে মেসি
FIFA World Cup 22: ফাইনালে যে ছয় রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি
পুত্রদের সাথে মেসি
FIFA World Cup 22: এমবাপ্পে নাকি মেসি? শাহরুখ খান কাকে সমর্থন করলেন জানেন!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in