FIFA World Cup 22: ফাইনালে যে ছয় রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি

দেশের জার্সিতে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মেসিকে পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে?
রেকর্ডের সামনে লিওনেল মেসি
রেকর্ডের সামনে লিওনেল মেসিছবি - রয় নেইমারের ট্যুইটার হ্যান্ডেল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। লুসাইলে খেতাব জয়ের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে শেষ সুযোগ দলকে বিশ্বকাপ জেতানোর। ২০১৪ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার। সেবার পারেননি। দেশের জার্সিতে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মেসিকে পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে? তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে তার আগে দেখে নেওয়া যাক ফাইনাল ম্যাচে কোন ছয় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি।

১. বিশ্বকাপে ব্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি ম্যাচ জয়: বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত মোট ১৬টি ম্যাচ জিতেছেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে আজ ফাইনাল জিতলে প্রাক্তন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজের সাথে ব্যক্তিগত সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে একাসনে বসবেন 'এলএম টেন'। বিশ্বকাপে ১৭ টি ম্যাচ জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্লোজে।

২. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ: রবিবার মাঠে নামার সাথে সাথেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি। ২৫ টি ম্যাচ খেলা জার্মানির লোথার ম্যাথাউসকে পেছনে ফেলবেন তিনি।

৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ড রয়েছে পাওলো মালদিনির ঝুলিতে। ইতালিয়ান লিজেন্ড বিশ্বকাপে ২২১৭ মিনিট খেলেছেন। লিওনেল মেসি এখনও পর্যন্ত খেলেছেন ২১৯৪ মিনিট। ফাইনালে ২৩ মিনিট মাঠে থাকলেই টপকে যাবেন মালদিনিকে।

৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট: এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৯ টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ব্রাজিল কিংবদন্তী পেলে। বিশ্বকাপে ১০ টি অ্যাসিস্ট রয়েছে পেলের নামে। এদিন অ্যাসিস্টের নিরিখে পেলেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির।

৫. দুটি গোল্ডেন বল জয়: ২০১৪ বিশ্বকাপে প্রথমবার 'গোল্ডেন বল' জিতেছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপেও 'গোল্ডেন বল' জয়ের অন্যতম ফেভারিট তিনি। আজ মেসি 'গোল্ডেন বল' হাতে তুললে প্রথম ফুটবলার হিসেবে দুটি 'গোল্ডেন বল' জয়ের রেকর্ড গড়বেন তিনি।

৬. সর্বোচ্চ গোলে অবদান: ১১ টি গোল এবং ৯ টি অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে মোট ২০ টি গোলে অবদান রেখেছেন মেসি। ১২ টি গোল এবং ১০ টি অ্যাসিস্ট মিলিয়ে সর্বোচ্চ ২২ টি গোলে অবদান রয়েছে ব্রাজিলিয়ান গ্রেট পেলের। ফাইনালে পেলেকে ছাড়িয়ে যেতে পারেন মেসি।

রেকর্ডের সামনে লিওনেল মেসি
FIFA World Cup 22: গোল্ডেন বুট উঠবে কার হাতে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in