FIFA World Cup 22: গোল্ডেন বুট উঠবে কার হাতে?

লিওনেল মেসি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে খেতাব হাতে তুলবেন নাকি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়বেন, তা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

আগামী কাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্সের মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। দুই দল মাঠে নামবে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। লিওনেল মেসি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে খেতাব হাতে তুলবেন নাকি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়বেন, তা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এর পাশাপাশি কোন ফুটবলারের পায়ে উঠবে গোল্ডেন বুট তা নিয়েও চলেছে উন্মাদনা।

গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস কারা জিতবেন তা আগে থেকে অনুমান করা না গেলেও গোল্ডেন বুট কে জিততে চলেছেন তা আগে থেকে অনুমান করা যায়। এই পুরস্কারের জন্য টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন চার ফুটবলার। এই চারজনের মধ্যে যে কোনো একজনের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা রয়েছে প্রবল।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার প্রথমে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেমিফাইনাল পর্যন্ত মোট ৫ টি গোল করেছেন তিনি। সমান সংখ্যক গোল করেছেন ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও। তবে এমবাপ্পে রয়েছেন দ্বিতীয় স্থানে। তার কারণ গোলসংখ্যা সমান হলে গোল অ্যাসিস্টের সংখ্যা ধরা হয় এই পুরস্কারের জন্য। লিওনেল মেসি এখনও পর্যন্ত তিনটি অ্যাসিস্ট করেছেন এই বিশ্বকাপে। কিলিয়ান এমবাপ্পে করেছেন দুটি অ্যাসিস্ট।

মেসি-এমবাপ্পে ছাড়াও গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন ফরাসী তারকা অলিভিয়ের জিরু এবং আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ। দুজনেই করেছেন চারটি করে গোল। চলতি টুর্নামেন্টে দুজনে এখনও কোনো অ্যাসিস্ট করেননি। তবে ফাইনালে গোল করে এই দুই ফুটবলারের সামনেও সুযোগ রয়েছে গোল্ডেন বুট জিতে নেওয়ার।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in