WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির বড় অভিযোগ প্রাক্তন পাক তারকার

বাসিত আলি বলেন, যাঁরা ধারাভাষ্য বক্স থেকে ম্যাচ দেখছেন এবং আম্পায়ারদের জন্য আমি হাততালি দেব? অস্ট্রেলিয়া পরিষ্কার ভাবে বলের বিকৃতি করছে এবং কেউ এটা নিয়ে কথা বলছেন না।
WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির বড় অভিযোগ প্রাক্তন পাক তারকার
প্রতীকী ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। পাক প্রাক্তনী জানান, অজিরা ১৫তম ওভারে বল বিকৃত করে। এরপরেই ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামে।

ওভালে এখনও পর্যন্ত ম্যাচের রাশ রয়েছে অস্ট্রেলিয়ার হাতে। ব্যাটে-বলে কোনোটিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারেনি রোহিত এন্ড কোং। দ্বিতীয় দিনে ১৫১ রানে ৫ উইকেট হারানোর পর আজ এখনও পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। আজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুর তৃতীয় দিনে ভারতকে খাদে থেকে কিছুটা হলেও টেনে তুলেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের মাঝেই বড় অভিযোগ আনলেন বাসিত আলি। পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট এবং ৫০টি ওডিআই খেলা এই প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, প্যাট কামিন্সরা বল বিকৃত করেছেন। সেইসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে, কর্মকর্তা, ধারাভাষ্যকার এবং ভারতীয় খেলোয়াড় সহ কেউই অস্ট্রেলিয়ার বল পরিবর্তনের কৌশল লক্ষ্য করছেন না।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, "প্রথমত, যাঁরা ধারাভাষ্য বক্স থেকে ম্যাচ দেখছেন এবং আম্পায়ারদের জন্য আমি হাততালি দেবো? অস্ট্রেলিয়া পরিষ্কার ভাবে বলের বিকৃতি করছে এবং কেউ এটা নিয়ে কথা বলছে না। কোনও ব্যাটার ভাবছে না কী হচ্ছে? সবচেয়ে বড় উদাহরণ হল ব্যাটাররা বল ছাড়ার সময় বোল্ড হচ্ছেন।

তিনি আরও বলেন, "বিরাট কোহলি যে বলে আউট হয়েছিলেন, সেই বলটি ভালো করে দেখলে দেখতে পাবেন মিচেল স্টার্কের হাতে বল ছিল। বলের চকচকে প্রান্তটি বাইরের দিকে থাকলেও বলটি অন্য দিকে যাচ্ছিল। জাদেজা বলটি অন-সাইডে মারছিলেন এবং বলটি পয়েন্টের উপর দিয়ে উড়ছিল। আম্পায়াররা কি অন্ধ হয়ে গিয়েছিলেন? ঈশ্বর জানেন, কারা সেখানে বসে আছেন, যাঁরা এত সহজ জিনিস দেখতে পাচ্ছেন না।"

পাশাপাশি, বিসিসিআইকেও এক হাত নেন বাসিত। তিনি বলেন, "বিসিসিআই এত বড় বোর্ড, তারা কি এটি দেখতে পাচ্ছেন না? তার মানে ক্রিকেটে মনোযোগ দিচ্ছে না তাঁরা। তারা এটা জেনেই খুশি যে ভারত ফাইনালে পৌঁছেছে। বল কি কখনও ১৫-২০ ওভারে রিভার্স সুইং হয়? একটি ডিউস বল কমপক্ষে ৪০ ওভার পর্যন্ত স্থায়ী হয়।"

WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতির বড় অভিযোগ প্রাক্তন পাক তারকার
WTC Final 2023: হেডের পর সেঞ্চুরি স্মিথেরও, গড়লেন একাধিক রেকর্ড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in