WTC Final 2023: হেডের পর সেঞ্চুরি স্মিথেরও, গড়লেন একাধিক রেকর্ড

মহম্মদ সিরাজকে পরপর দু'বলে দুটি বাউন্ডারি মেরে নিজের ৩১ তম টেস্ট শতরান পান স্টিভ স্মিথ।
সেঞ্চুরি স্টিভ স্মিথের
সেঞ্চুরি স্টিভ স্মিথেরছবি - ICC-র ফেসবুক পেজ
Published on

বুধবার শতরান করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে প্রথম সেঞ্চুরির নজির গড়েছিলেন ট্রাভিস হেড। ওভালে দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রথম ওভারেই সেঞ্চুরির দেখা পেলেন স্টিভ স্মিথ। মহম্মদ সিরাজকে পরপর দু'বলে দুটি বাউন্ডারি মেরে নিজের ৩১ তম টেস্ট শতরান পেলেন অজি তারকা। সেইসঙ্গে হেডের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে সেঞ্চুরি করলেন তিনি। এই দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে একাধিক রেকর্ডের মালিক হলেন স্মিথ।

ম্যাথু হেডেনকে পেছনে ফেলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরির নজির গড়লেন স্টিভ স্মিথ। তাঁর সামনে এখন রয়েছেন কেবল স্টিভ ওয়া এবং রিকি পন্টিং। স্টিভ ওয়ার টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩২টি এবং পন্টিং-র ৪১টি।

স্যার গ্যারফিল্ড সোবার্স, ভিভ রিচার্ডস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে ইন্ডিয়ার বিপক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করার নজিরও গড়ে ফেলেছেন স্মিথ। ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে ৯ টি সেঞ্চুরি করে যৌথভাবে ইংলিশ ব্যাটার জো রুটের সাথে সিংহাসনে বসলেন তিনি।

পাশাপাশি, রাহুল দ্রাবিড় এবং গর্ডন গ্রিনিজকে পেছনে ফেলে ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে ৭ টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন স্মিথ। স্পর্শ করলেন স্বদেশীয় তারকা স্টিভ ওয়াকে। স্মিথ এবং ওয়ার থেকে সফরকারী ব্যাটার হিসেবে ইংল্যান্ডে বেশি সেঞ্চুরির নজির রয়েছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। ইংল্যান্ডে ১১ টি সেঞ্চুরি করেছেন ব্র্যাডম্যান।

ব্রুশ মিচেলের পর মাত্র দ্বিতীয় সফরকারী ব্যাটার হিসেবে ওভালে তিনটি সেঞ্চুরির নজিরও গড়লেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের একটি গ্রাউন্ডে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। হেডিংলেতে চারটি সেঞ্চুরি করে এই তালিকার শীর্ষে রয়েছেন ব্র্যাডম্যান। এছাড়াও, ট্রেন্ট ব্রিজে ব্র্যাডম্যানের রয়েছে তিনটি সেঞ্চুরি। গর্ডন গ্রিনিজের ওল্ড ট্রাফোর্ডে এবং দিলিপ বেঙ্গসরকারের লর্ডসে তিনটি করে সেঞ্চুরির রেকর্ড রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত, অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান সংগ্রহ করে চালকের আসনে রয়েছে। ১৭৪ বলে ১৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে গিয়েছেন ট্রাভিস হেড। ২৬৮ বলে ১২১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্মিথকেও। স্মিথের উইকেট নেন শার্দুল ঠাকুর।

সেঞ্চুরি স্টিভ স্মিথের
স্পেন, ফ্রান্সের পর এবার যুক্তরাষ্ট্রে লিও! ইন্টার মায়ামির সাথে কত টাকার চুক্তি মেসির?
সেঞ্চুরি স্টিভ স্মিথের
CFL: এখনও IFA-র খাতায় মোহনবাগানের আগে এটিকে! কী সাফাই ফুটবল সংস্থার?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in