WTC Final: সুযোগ পেলেন না ঋদ্ধিমান, ফাইনালে রাহুলের বদলি হিসেবে ভারতীয় দলে ইশান কিষাণ

পাশাপাশি, স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করা হয়েছে।
ইশান কিষাণ
ইশান কিষাণফাইল ছবি সংগৃহীত

আইপিএলে ভালো ছন্দে থাকা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা হলো না অভিজ্ঞ উইকেটকিপার ঋদ্ধিমান সাহার। লোকেশ রাহুলের পরিবর্তে জায়গা পেলেন ইশান কিষাণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের দুই উইকেটকিপার শ্রীকর ভরত এবং ইশান কিষাণ। পাশাপাশি, স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করা হয়েছে।

চোটের কারণে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। চলতি আইপিএলেও আর দেখা যাবে না তাঁকে। রাহুলের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়ার পক্ষে ছিলেন অনেকেই। তবে অভিজ্ঞ বাঙালি ক্রিকেটার সুযোগ পেলেন না। ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিসিসিআই একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুলের দ্রুত অস্ত্রোপচার করা হবে এবং এর জন্য তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন করা হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি কেএল রাহুলের স্থলাভিষিক্ত হিসেবে ইশান কিষাণের নাম দিয়েছে।"

জয়দেব উনাদকাট ফাইনালে খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চয়তা নেই। বাঁ হাতি জোরে বোলার আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তাঁকে নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই।

এছাড়াও, উমেশ যাদবের ওপর লক্ষ্য রাখছে বিসিসিআই। ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট পেয়েছিলেন উমেশ। বর্তমানে কেকেআর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। বিসিসিআই মেডিক্যাল টিম কেকেআর মেডিক্যাল টিমের সাথে নিয়মিত যোগাযোগ করছে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট এবং ইশান কিষান (উইকেটকিপার)।

স্ট্যান্ডবাই প্লেয়ার: রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।

ইশান কিষাণ
ICC ODI Rankings: ৪৮ ঘন্টার মধ্যেই একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারালো পাকিস্তান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in