বাবর আজম
বাবর আজমফাইল চিত্র - সংগৃহীত

ICC ODI Rankings: ৪৮ ঘন্টার মধ্যেই একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারালো পাকিস্তান

একদিনের ক্রিকেটে পুনরায় শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে নেমে গিয়েছে পাকিস্তান।
Published on

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮ ঘন্টার বেশি শীর্ষস্থান দখল করে রাখতে পারলো না পাকিস্তান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচে জয়ের পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ওডিআই র‌্যাঙ্কিং-এ শীর্ষে উঠেছিল পাকিস্তান। পেছনে ফেলেছিল ভারত এবং অস্ট্রেলিয়াকে। কিন্তু রবিবার পঞ্চম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের সাথে সাথেই শীর্ষস্থান খুইয়ে ফেলে বাবর আজমরা।

একদিনের ক্রিকেটে পুনরায় শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। শুক্রবার শীর্ষস্থানে ওঠার আগেও তৃতীয় স্থানে ছিল তারা। বাবর আজমদের রেটিং পয়েন্ট ১১২। অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই রেটিং পয়েন্ট ১১৩। অস্ট্রেলিয়ার চেয়ে ভারত অবশ্য ১২ টি একদিনের ম্যাচ বেশি খেলেছে। ১১১ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং-এ চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। ১০৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।

গতকাল করাচিতে পাকিস্তানকে ৪৭ রানে হারায় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে এসে সান্ত্বনার জয় পায় কিউইরা। পাকিস্তান সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

রবিবার নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৯ রানে অল আউট হয়ে যায়। ব্ল্যাক ক্যাপসদের হয়ে বড় ইনিংস খেলেন উইল ইয়ং (৮৭), টম লেথাম (৫৯) এবং চপম্যান (৪৩)। জবাবে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদের ৭২ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস সত্বেও জয় তুলে নিতে পারলো না পাকিস্তান। ২৫২ রানে অল আউট হয়ে যায় তারা। ইফতিখারকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয় প্রত্যেকেই।

বাবর আজম
আমলাকে পেছনে ফেলে বড় রেকর্ড গড়লেন বাবর আজম, প্রথমবার ODI র‍্যাঙ্কিং-র শীর্ষে পাকিস্তান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in