
শুক্রবার সিএবিতে আসছে বিশ্বকাপ। আয়োজনের কোনও ত্রুটিই রাখছেন না সিএবি কর্তারা। তবে বিশ্বকাপ আসার আগেরদিন ইডেনে সেই পরিবেশ কোথায়? বিশ্বকাপের জন্য ইডেনের ক্লাব হাউস সংস্কার প্রায় শেষ। কিন্তু সিএবিতে এতো বড় উৎসব আসার আগে সেই উন্মাদনা কোথায়?
লিয়েন্ডার পেজ থেকে সুনীল ছেত্রী সবাইকেই আমন্ত্রণ জানিয়েছেন সিএবি কর্তারা। যদিও এঁদের মধ্যে কতজন আসবেন সেটাই লাখ টাকার প্রশ্ন। সুনীল আসার সম্ভাবনা খুবই কম। লিয়েন্ডারের আসার সম্ভবনা ৫০-৫০। সেহওয়াগ, হরভজনকে আনার স্বপ্ন বিশ বাঁও জলে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে সেই অবকাশ নেই। কারণ সৌরভ এখন মেয়ের কাছে লন্ডনে রয়েছেন।
আর শনিবার ধনধান্যতে সিএবির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানও তারকা হীন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিল্লী যাওয়ার জন্য আসতে পারবেন না। সেই কারণে নচিকেতাই ভরসা। গত অগাস্ট মাসে কেরিয়ারে তিন দশক পূর্ণ করেছেন নচিকেতা চক্রবর্তী। এতগুলো বছর বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করলেও কখনও ক্রিকেটের কোনও অনুষ্ঠানে দেখা যায়নি নচিকেতার পারফরম্যান্স।
৯ সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে হতে চলেছে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন নচিকেতা। জীবনকৃতি পাবেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জী। বহু বছর পরে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেই কোনো প্রাক্তন ক্রিকেটার। অতীতে এসেছিলেন কপিল দেব, গুন্ডাপা বিশ্বনাথরা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন