Women's Asia Cup: সিলেটে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় থাইল্যান্ড মহিলা ক্রিকেট দলের

থাইল্যান্ডের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। হাতে ছিল ৪ উইকেট। অঘটন বাঁচানোর জন্য পাক অধিনায়ক বিসমাহ মারুফ বল তুলে দেন ডায়ানা বেগের হাতে।
পাকিস্তানের বিরুদ্ধে জয় থাইল্যান্ডের
পাকিস্তানের বিরুদ্ধে জয় থাইল্যান্ডেরছবি - ICC-র ফেসবুক পেজ

মহিলাদের এশিয়া কাপের ম্যাচে বড় অঘটন। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো থাইল্যান্ডের মেয়েরা। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে থাইল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে এটিই থাই মহিলাদের প্রথম জয়। এক বল হাতে রেখেই পাক মহিলাদের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় 'শ্বেত হস্তি'-র দেশ।

থাইল্যান্ডের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। হাতে ছিল ৪ উইকেট। অঘটন বাঁচানোর জন্য পাক অধিনায়ক বিসমাহ মারুফ বল তুলে দেন ডায়ানা বেগের হাতে। ডায়নার বিপক্ষে রোসেনান (৯*) এবং বুচাথাম (৩*) জুটি সহজেই ম্যাচ বের করে আনেন।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। থাই বোলারদের দাপটে এদিন হাত খুলে খেলতেই পারেননি তাঁরা। ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার সিদরা আমিন ছাড়া কোনো পাক ব্যাটারের ব্যাটে রান আসেনি। আমিন ৫৬ রান করেন। তবে ৬ টি বাউন্ডারির মাধ্যমে এই ইনিংস খেলতে তাঁর বল লাগে ৬৪টি।

থাই মহিলাদের হয়ে এদিন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে এদিন জোড়া উইকেট নেন তিপোচ। থিপাতাচা পুথায়াং তাঁর ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, থাইল্যান্ডকে প্রায় একাই টেনেছেন ওপেনার নাথাকান চানথাম। ৫১ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ১৭ রান।

এই পরাজয়ের পর তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ভারত। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছেন হরমনপ্রীত কৌররা। শুক্রবার ভারতেরই মুখোমুখি হবে পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে জয় থাইল্যান্ডের
Indian Super League 2022: কেরালার বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের টিজার প্রকাশ্যে! দেখুন ভিডিও
পাকিস্তানের বিরুদ্ধে জয় থাইল্যান্ডের
Sandeep Lamichhane: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তারকা ক্রিকেটারকে বিমানবন্দরেই গ্রেফতার করলো পুলিশ
পাকিস্তানের বিরুদ্ধে জয় থাইল্যান্ডের
Nobel Prize: ২০২২ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in