

২০২২ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স।
নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে: "ফরাসি লেখক অ্যানি আর্নাক্সকে সাহিত্যে ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।"
সাহিত্যিক অ্যানি আরনাক্স-এর জন্ম ১৯৪০। তিনি নরম্যান্ডির ছোটো শহর ইভিটটে তিনি বেড়ে ওঠেন। এই ছোটো শহরে তাঁর বাবা ও মায়ের একটি মুদিখানার দোকান ও কাফে ছিল।
বর্তমানে ৮২ বছর বয়স্ক লেখিকা তাঁর সহজ সরল লেখার জন্য পরিচিত। 'লেখাকে রাজনৈতিক কাজ' আখ্যা দিয়ে, Ernaux বলেছেন, একজন লেখক হওয়ায় তাঁকে বিশ্বের সামাজিক বৈষম্য দেখতে সাহায্য করে। কল্পনার আবরণ ছিঁড়তে তিনি তার ভাষাকে 'ছুরি' হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন।
এই পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ৯ লক্ষ ইউ এস ডলার। আগামী ১০ ডিসেম্বর লেখিকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন