Nobel Prize: ২০২২ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স

সাহিত্যিক অ্যানি আরনাক্স-এর জন্ম ১৯৪০। তিনি নরম্যান্ডির ছোটো শহর ইভিটটে তিনি বেড়ে ওঠেন। এই ছোটো শহরে তাঁর বাবা ও মায়ের একটি মুদিখানার দোকান ও কাফে ছিল।
অ্যানি আর্নাক্স
অ্যানি আর্নাক্সফাইল ছবি, দ্য স্ক্রল-এর সৌজন্যে

২০২২ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স।

নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে: "ফরাসি লেখক অ্যানি আর্নাক্সকে সাহিত্যে ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।"

সাহিত্যিক অ্যানি আরনাক্স-এর জন্ম ১৯৪০। তিনি নরম্যান্ডির ছোটো শহর ইভিটটে তিনি বেড়ে ওঠেন। এই ছোটো শহরে তাঁর বাবা ও মায়ের একটি মুদিখানার দোকান ও কাফে ছিল।

বর্তমানে ৮২ বছর বয়স্ক লেখিকা তাঁর সহজ সরল লেখার জন্য পরিচিত। 'লেখাকে রাজনৈতিক কাজ' আখ্যা দিয়ে, Ernaux বলেছেন, একজন লেখক হওয়ায় তাঁকে বিশ্বের সামাজিক বৈষম্য দেখতে সাহায্য করে। কল্পনার আবরণ ছিঁড়তে তিনি তার ভাষাকে 'ছুরি' হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন।

এই পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ৯ লক্ষ ইউ এস ডলার। আগামী ১০ ডিসেম্বর লেখিকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in