

আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবের আমন্ত্রণে কলকাতায় আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। রয়েছে একাধিক পরিকল্পনা। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করবেন তিনি।
এক ভিডিও বার্তায় মার্টিনেজ বলেন, 'দাদা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত আগ্রহী। আমি শুধু তোমার সঙ্গে দেখাই করব না, তোমার কাছ থেকে ক্রিকেটও শিখতে চাই। ভালো থেকো।'
সৌরভের জন্য সই করা একটি গ্লাভসও উদ্যোক্তা শতদ্রু দত্তের মাধ্যমে দাদাকে উপহার দিয়েছেন এই গোলকিপার। আগামী ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন। শোনা যাচ্ছে সেদিনই মহারাজের সঙ্গে দেখা করবেন মার্টিনেজ।
এছাড়া মোহনবাগান ক্লাবের তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে এমিলিয়ানোর। একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে বল পায়েও নামবেন তিনি। এর আগে পেলে, মারাদোনা, কাফুরা এসেও সৌরভের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন