

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগানের সবুজ মেরুন পতাকাকে সম্মান জানিয়ে পোস্ট করলো লখনউ সুপার জায়ান্টস। শনিবার মোহনবাগান আবেগকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নামবে টিম মোহনবাগান।
ইতিমধ্যেই লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বহু টিকিট কিনেছেন মোহনবাগান সমর্থকদের জন্য। সবুজ মেরুন জার্সি পড়ে লখনউকেই সমর্থন করবেন তাঁরা।কেকেআরকে হারাতে পারলেই শেষ চারে যাবে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।
আইএসলে মোহনবাগান সুপার জায়ান্টস ও আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দুই দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৯-২০ সালে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সঙ্গে সবুজ-মেরুন ক্লাবের সংযুক্তিকরণ হয়েছিল। যা নিয়ে সমর্থকদের একাংশ একেবারেই সন্তুষ্ট ছিলেন না। এরপরেই মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে গত আইএসএলে চ্যাম্পিয়ন হয়ে এটিকে নাম সরিয়ে দেন সঞ্জীব গোয়েঙ্কা।
তিনি বলেছিলেন, 'এটিকে' উঠে যাচ্ছে। নয়া মরশুম থেকে 'মোহনবাগান সুপার জায়ান্টস’ নামে খেলবে দল। এরপরে তিনি যুক্ত করেন, ওয়েলকাম মোহনবাগান সুপার জায়েন্টস'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন