IPL 2023: মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় সম্মান প্রদর্শন লখনউ সুপার জায়ান্টস-র

ইতিমধ্যেই লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বহু টিকিট কিনেছেন মোহনবাগান সমর্থকদের জন্য।
মোহনবাগানকে সম্মান লখনউ সুপার জায়ান্টস-র
মোহনবাগানকে সম্মান লখনউ সুপার জায়ান্টস-রছবি - লখনউ সুপার জায়ান্টস-র ফেসবুক পেজ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগানের সবুজ মেরুন পতাকাকে সম্মান জানিয়ে পোস্ট করলো লখনউ সুপার জায়ান্টস। শনিবার মোহনবাগান আবেগকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নামবে টিম মোহনবাগান।

ইতিমধ্যেই লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বহু টিকিট কিনেছেন মোহনবাগান সমর্থকদের জন্য। সবুজ মেরুন জার্সি পড়ে লখনউকেই সমর্থন করবেন তাঁরা।কেকেআরকে হারাতে পারলেই শেষ চারে যাবে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।

আইএসলে মোহনবাগান সুপার জায়ান্টস ও আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দুই দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৯-২০ সালে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সঙ্গে সবুজ-মেরুন ক্লাবের সংযুক্তিকরণ হয়েছিল। যা নিয়ে সমর্থকদের একাংশ একেবারেই সন্তুষ্ট ছিলেন না। এরপরেই মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে গত আইএসএলে চ্যাম্পিয়ন হয়ে এটিকে নাম সরিয়ে দেন সঞ্জীব গোয়েঙ্কা।

তিনি বলেছিলেন, 'এটিকে' উঠে যাচ্ছে। নয়া মরশুম থেকে 'মোহনবাগান সুপার জায়ান্টস’ নামে খেলবে দল। এরপরে তিনি যুক্ত করেন, ওয়েলকাম মোহনবাগান সুপার জায়েন্টস'।

মোহনবাগানকে সম্মান লখনউ সুপার জায়ান্টস-র
BFC: প্রবীর দাসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বেঙ্গালুরু!
মোহনবাগানকে সম্মান লখনউ সুপার জায়ান্টস-র
দীনেশ কার্তিকের মতে কোন তারকাকে বিশ্বকাপ দলে না নিলে বড় ভুল করবে দক্ষিণ আফ্রিকা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in