

বাঙালি ফুটবলার প্রবীর দাসকে আগামী মরসুমেও রেখে দিচ্ছে বেঙ্গালুরু এফসি। গত মরসুমে প্রবীরের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিতে চলেছে বেঙ্গালুরু।
গত মরসুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এছাড়া আইএসএল আর সুপার কাপে রানার্স হয় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। প্রবীরের পারফরমেন্সও ছিল নজরকারা। ফলে তাঁকে রেখে দিচ্ছে বেঙ্গালুরু।
গত মরসুমে এটিকে মোহনবাগান থেকে বেঙ্গালুরুতে যান এই বাঙালি ফুটবলার। বলা ভালো প্রবীর সহ রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গানদের ছেড়ে দেয় সবুজ মেরুন ব্রিগেড। তাঁদের ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। তবে প্রবীরকে রাখলেও রয় কৃ্ষ্ণা, সন্দেশদের রাখা হবে কিনা জানা যায়নি।
প্রবীরের উত্থান ভারতীয় ফুটবলে বেশ চমকপ্রদ। ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ২০১২-১৩ মরসুমে ভালো পারফরমেন্সের পর ডেম্পোতে সই করেন প্রবীর। সেখান থেকে লোনে তাঁকে নেয় এফসি গোয়া এবং আইএসএলের উদ্বোধনী সংস্করণে দিল্লি ডায়নামোসে খেলেন প্রবীর। ২০১৫ সালে সবুজ-মেরুনে যোগ দেন প্রবীর। এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরও সেখানেই থাকেন। সাত বছর সবুজমেরুনে থাকার পর নতুন ক্লাবে যোগ দেন প্রবীর দাস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন