IPL 2023 : সেঞ্চুরি করে গেইলের রেকর্ডে ভাগ বসালেন বিরাট, হায়দরাবাদ-ব্যাঙ্গালোর ম্যাচে একাধিক নজির

আইপিএলে সর্বোচ্চ শতরানকারী ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের সাথে একই আসনে বসলেন বিরাট। আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আরসিবি ফেসবুক পেজ

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিরাট ব্যাটে এলো শতরান। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে নিজের আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরানটি পেলেন বিরাট। এই সেঞ্চুরির মাধ্যমে আইপিএলের মঞ্চে বড় নজির গড়লেন কিং কোহলি।

আইপিএলে সর্বোচ্চ শতরানকারী ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলের সাথে একই আসনে বসলেন তিনি। আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ১৪২ ম্যাচ খেলে ৬ টি সেঞ্চুরি করেছিলেন তিনি। গেইলের রেকর্ডে ভাগ বসালেন বিরাট। ২৩৬ ম্যাচে বিরাটের সেঞ্চুরিও দাঁড়ালো ৬ টিতে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জস বাটলার। ব্রিটিশ উইকেটকিপার ব্যাটার আইপিএলে এখনও পর্যন্ত ৯৫ টি ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন ৫ টি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন। প্রত্যেকেই করেছেন ৪ টি করে শতরান।

বিরাটের রেকর্ডের পাশাপাশি গতকাল আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে আরও এক বিরল নজির তৈরি হল। আইপিএলের ইতিহাসে যা প্রথমবার। আইপিএলে একই ম্যাচে জোড়া শতরানের ঘটনা প্রথম নয়। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি (১০৯) ও এবি ডি'ভিলিয়র্স (১২৯)। পরে ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে শতরান করেন সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১০০)।

তবে দু'বারই জোড়া সেঞ্চুরি এসেছিল একই দল থেকে। আইপিএলে এই প্রথম একই ম্যাচে শতরান করলেন দুই দলের দুই ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতকাল ৫১ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিখ ক্লাসেন। ৮ টি বাউন্ডারি এবং ৬ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ক্লাসেন তাঁর সেঞ্চুরি সাজান।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে আরসিবির হয়ে ৬৩ বলে ১০০ রান করেন বিরাট কোহলি। ১২ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ বলে সেঞ্চুরি করেন বিরাট।

বিরাট কোহলি
IPL 2023: শনিবার সবুজ-মেরুন জার্সি পরে ইডেনে খেলবে গোয়েঙ্কার লখনউ!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in