

কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে আগামী ২০ মে ইডেনে নামবে লখনউ সুপার জায়ান্টস। এবার সেই ম্যাচ নিয়ে অভিনব চিন্তা লখনউ শিবিরে। কেকেআরের বিরুদ্ধে সেদিন মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন এলএসজি।
লখনউ সুপার জায়ান্টসের মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার। অন্যদিকে মোহনবাগানের অন্যতম মালিক আবার সঞ্জীব গোয়েঙ্কাই। যে দল ভবিষ্যতে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে।
এবার আইপিএলের মঞ্চে মিলবে আইএসএলের ছোঁয়া। সবুজ মেরুন জার্সির সঙ্গে এ রাজ্যের ফুটবলপ্রেমীদের আবেগ জড়িয়ে আছে। বৃহস্পতিবার দলের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান আর সঞ্জীব গোয়েঙ্কার ছেলে শাশ্বত গোয়েঙ্কা সাংবাদিক সম্মেলন করে সেই জার্সি উদ্বোধন করলেন। একইসঙ্গে মোহনবাগানের ইতিহাসের কথাও তাঁরা তুলে ধরেন।
শাশ্বত গোয়েঙ্কা জানান, মোহনবাগান মানে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের থেকেও বড় কিছু।মোহনবাগান একটা আবেগ, ইতিহাস। একটা গোটা শতক গোটা দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছে। সেই কারণে তাঁদের সম্মান জানাতে আমরা এই উদ্যোগ নিচ্ছি। পান্ডিয়া বলেন, মোহনবাগানের ফুটবল খেলা নিয়মিত ফলো করি। ভালো লাগছে এই উদ্যোগ।
অন্যদিকে প্লে অফে জিততে গেলে শনিবার কেকেআরকে হারাতেই হবে। এই বিষয়ে লখনউ অধিনায়ক জানান, ওরা ভালো দল। হারানো কঠিন হবে। তবে আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি তাহলে জিতবো।
নিজের ক্যাপ্টেন্সি নিয়েও মুখ খোলেন ক্রুণাল। তিনি বলেন, 'কে এল রাহুলের চোট পেয়ে বেরিয়ে যাওয়া খারাপ খবর আমাদের কাছে। কিন্তু কিছু করার নেই। আমি এতদিন যা শিখেছি সেটাই ক্যাপ্টেন্সিতে প্রয়োগ করছি'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন