১ জুন থেকেই মোহনবাগানের নাম বদল

আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
১ জুন থেকেই মোহনবাগানের নাম বদল
Published on

মোহনবাগান জনতার কাছে জোড়া সুখবর। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে ১ জুন থেকে 'এটিকে' নাম বরাবরের মতো মুছে যাচ্ছে গঙ্গাপাড়ের ক্লাবের নামের আগে থেকে।

বুধবার মোহনবাগানের বোর্ড সদস্যদের বৈঠক ছিল। সেখানেই ঠিক হয়েছে যে ১ জুন থেকে ক্লাবের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। 

আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে মোহনবাগানের আগে 'এটিকে' নাম সরানোর ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার কিছুক্ষণের মধ‍্যেই সঞ্জীব গোয়েঙ্কা বলেন, এটিকে নামটা তাঁরা সরিয়ে নিচ্ছেন। ক্লাবের নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।

আইপিএলেও সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস নামেই দল আছে। সেই আদলেই ফুটবলেও মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলতে দেখা যাবে। গত তিন বছর ধরে মোহনবাগান জনতা 'রিমুভ এটিকে' নিয়ে আন্দোলন করে আসছিলেন।

ক্লাব সচিব দেবাশিস দত্ত বারবার বলেছিলেন, তিনিও চেয়েছিলেন, একজন মোহনবাগান সমর্থক হিসেবে এটিকে নামটি সরে যাক । এই নিয়ে তিনিও গোয়েঙ্কার সঙ্গে বহুবার আলোচনা করেছেন। মোক্ষম সময়ে সবুজ-মেরুন সদস‍্য-সমর্থকদের খুশির খবর দেন সঞ্জীব গোয়েঙ্কা।

এদিকে সামনের মরসুমের জন্য দল গোছাতে আসরে নেমে পড়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে আনার ব্যাপারে তৎপর ম্যানেজমেন্ট।

১ জুন থেকেই মোহনবাগানের নাম বদল
মোহনবাগানে আসছেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ, কী পরিকল্পনা ক্লাবের?
১ জুন থেকেই মোহনবাগানের নাম বদল
UCL: রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ম্যান সিটি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in