
বল হাতে তিনি অপ্রতিরোধ্য। একক দক্ষতায় ভারতকে জিতিয়েছেন বহু ম্যাচ। কয়েক দিন আগেই প্রাক্তন তারকা দীনেশ কার্তিক বলেছিলেন যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তিনিও শামির বলের মুখোমুখি হতে পছন্দ করতেন না। ভারতের হয়ে ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া শামি বারবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে। তাঁর কেরিয়ার একটা সময় প্রায় অন্ধকারেই ডুবে যাচ্ছিল। যখন তাঁর স্ত্রী হাসিন জাহান ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলে ছিলেন শামির বিরুদ্ধে। তদন্তের পর বিসিসিআই অবশ্য জানিয়ে দেয় শামি নির্দোষ। শামির বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তাঁর সতীর্থ ইশান্ত শর্মা।
মহম্মদ শামির জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল ২০১৮ সাল। ভারতীয় পেসারের স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন। গার্হস্থ্য সহিংসতা, ম্যাচ ফিক্সিং এবং পাকিস্তানের একজন মহিলার সঙ্গে মেলামেশার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। এসব ঘটনা সত্যি হলে শামির কেরিয়ার যে শেষ হয়ে যেত তা আর বলার অপেক্ষা রাখে না।
হাসিন জাহানের অভিযোগ ছিল যে মহম্মদ শামি এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন। এরপরে, বিসিসিআই শামিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বের করে দেয় এবং অভিযোগের তদন্ত করে। অবশেষে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে পুনরায় ক্রিকেটে প্রত্যাবর্তন করেন বাংলার পেসার।
ইশান্ত শর্মা এ প্রসঙ্গে বলেন, "শামির সঙ্গে ওই ঘটনার পর কথা হয়। অনেক কিছু বলেছিল ও আমাকে। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা আমাদেরও প্রশ্ন করে। ওঁরা জিজ্ঞেস করছিলেন শামি আদৌ এমন কাজ করতে পারে কি না। পুলিশের মতো জেরা করছিল। আমি যা বলেছিলাম সব লিখে রাখা হয়েছিল। আমি বলেছিলাম যে, শামির ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি না, কিন্তু আমি ২০০ শতাংশ নিশ্চিত ও কোনও ভাবেই ম্যাচ গড়াপেটা করতে পারে না।"
ইশান্ত যখন এই কথাগুলো বলছিলেন তখন তা শুনছিলেন শামি। তারপর থেকেই দুজনের বন্ধুত্ব আরও গভীর হয় বলে জানান ইশান্ত।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন