
ভারতের কাছে নাগপুর টেস্টে এক ইনিংস এবং ১৩২ রানে পরাজয় শিকার করেছে অস্ট্রেলিয়া। তবে এই টেস্ট নিয়ে এখনও বিতর্ক পিছু ছাড়ছে না। নাগপুরে তিন দিনেই খেলা শেষ হয়ে যাওয়ায়, অবশিষ্ট দু'দিন ওই পিচেই অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিসিসিআই এই আবেদন প্রত্যাখ্যান করে। গ্রাউন্ড স্টাফ জল ঢেলে দেয় পিচে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় ইয়ান হিলি। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে' দুঃখজনক' বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি আইসিসিকেও হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
হিলি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যখন পিচে অনুশীলনের আবেদন করেছিলেন, তখন তাদের মাঠে নামতে না দেওয়াটা খুবই দুঃখজনক কাজ। এটা ক্রিকেটের জন্য ভালো নয়। বিসিসিআই কেন এমন করেছে তার জন্য আইসিসির হস্তক্ষেপ করা উচিত। তারা জানত আমাদের খেলোয়াড়রা ব্যাট করতে চায়। নাগপুরের উইকেটে কিছু অনুশীলন সেশন করার জন্য আমাদের পরিকল্পনা ভেস্তে যাওয়া সত্যিই বিব্রতকর।"
হিলি আরও বলেন, "এটা ভালো নয়। এটা ক্রিকেটের জন্য ভালো নয়। আইসিসিকে এখানে পদক্ষেপ নিতে হবে। যখন অনুশীলনের জন্য অনুরোধ করা হয়েছিল তখন তাদের পক্ষে উইকেটকে অযৌক্তিকভাবে জল দেওয়া ভয়ঙ্কর এবং এর উন্নতি করতে হবে।"
ম্যাচ শুরুর আগে থেকেই নাগপুরের পিচ বিতর্কের কেন্দ্রে ছিল। এখন ম্যাচ শেষের পরেও তার কিঞ্চিৎ পরিবর্তন হয়নি। বিতর্ক লেগেই রয়েছে। এর আগে কিছু অস্ট্রেলিয়ান সাংবাদিক এবং প্রাক্তন ক্রিকেটার ভারতীয়দের তাদের চাহিদা অনুযায়ী পিচকে তৈরি করার অভিযোগ করেছিলেন। নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪০০ রানের বড় ইনিংস খেললেও সফরকারী দল দুই ইনিংস মিলিয়েও তার ধারে কাছে পৌঁছাতে পারেনি। যা নিয়েও বিতর্ক চলছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন