ICC: 'প্লেয়ার অফ দ্য মান্থ' নির্বাচিত হলেন ভারতের এই তরুণ তারকা!

জানুয়ারি মাসে পুরুষদের ক্রিকেটে আইসিসি নির্বাচিত 'প্লেয়ার অফ দ্য মান্থ' পুরস্কার জিতলেন শুবমন। এই লড়াইয়ে তিনি হারালেন স্বদেশীয় মহম্মদ সিরাজ এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - ICC-র ট্যুইটার হ্যন্ডেল
Published on

স্বপ্নের ফর্মে রয়েছেন শুবমন গিল। আর তারই পুরস্কার পেলেন পাঞ্জাবের তরুণ তারকা। জানুয়ারি মাসে পুরুষদের ক্রিকেটে আইসিসি নির্বাচিত 'প্লেয়ার অফ দ্য মান্থ' পুরস্কার জিতলেন শুবমন। এই লড়াইয়ে তিনি হারালেন স্বদেশীয় মহম্মদ সিরাজ এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে।

জানুয়ারি মাসে মনে রাখার মতো সব কীর্তি গড়েছেন শুবমন। গত মাসে ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৪৩ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো শুবমন প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে করেন ৪৬ রান। টি-টোয়েন্টি সিরিজে ছাপ ফেলতে না পারলেও এরপর ওডিআই সিরিজে ঝলসে ওঠে শুবমনের ব্যাট। লঙ্কানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে এক ঐতিহাসিক ইনিংস খেলেন শুবমন। ১৪৯ বলে ২০৮ রান করে তিনি হয়ে যান সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশত রানের মালিক। এরপরের দুই ওডিআই ম্যাচেও হতাশ করেননি তিনি। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০* এবং তৃতীয় ম্যাচে ১২২ রান করেন শুবমন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে ১২৬ রান করেন কিউইদের বিপক্ষে। যার ফলে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার রায়না, রাহুল, রোহিত, বিরাটদের পাশে নাম লেখান শুবমন।

জানুয়ারি মাসের সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক গ্রেস স্ক্রাইভেনস। সদ্য সমাপ্ত মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অলরাউন্ড পারফর্ম্যান্সের মাধ্যমে নজির গড়ে এই পুরস্কার জিতলেন স্ক্রাইভেনস। সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে 'আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ' জিতলেন তিনি।

ছবি প্রতীকী
Eoin Morgan: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in